Connect with us
ফুটবল

প্যারিস অলিম্পিক ফুটবল ড্র: কোন গ্রুপে কোন দল?

Paris Olympic football teams
প্যারিস অলিম্পিকের লোগোসহ ফুটবল দল। ছবি- সংগৃহীত

শুরু হচ্ছে অলিম্পিক গেমসের মহাযজ্ঞ। ফ্রান্সের রাজধানী প্যারিসে বসতে যাচ্ছে অলিম্পিকের ৩৩তম আসর৷ আগামী ২৬ জুলাই থেকে শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে এবারের প্যারিস অলিম্পিক৷ আসন্ন প্যারিস অলিম্পিককে ঘিরে গতকাল ফ্রান্সের পালস ভবনে ফুটবল ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়ে গেল৷ 

২০০৪ সালের পর প্রথমবারের মতো অলিম্পিকে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে ব্রাজিল৷ অথচ টানা তিন স্বর্ণপদক জিতে এবার হ্যাটট্রিকের সুযোগ ছিল সেলেসাওদের সামনে৷ কিন্তু গত মাসে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে প্যারিস অলিম্পিক থেকে ছিটকে গেছে ব্রাজিল। এতে টানা তৃতীয়বারের মতো স্বর্ণ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের৷ তবে ব্রাজিল না থাকলেও আর্জেন্টিনার সামনে রয়েছে স্বর্ণ জয়ের সুবর্ণ সুযোগ।  

আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা? 

এবারের অলিম্পিক ফুটবলের ‘বি’ গ্রুপে মরক্কো, ইউক্রেন এবং এশিয়া মহাদেশ(এএফসি) থেকে কোয়ালিফাই করা তৃতীয় দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আর্জেন্টিনা।

Argentina football team

আর্জেন্টিনা ফুটবল দল। 

অন্যদিকে কাতার বিশ্বকাপে রানার্সআপ হওয়া ফ্রান্স পড়েছে তুলনামূলক সহজ গ্রুপে৷ ‘এ’ গ্রুপে ফরাসিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও এশিয়া মহাদেশ (এএফসি) ও আফ্রিকা মহাদেশের (সিএএফ) মধ্যে প্লে-অফে জয়ী দল। 

আরও পড়ুন:

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টসহ আজকের খেলা (২৫ মার্চ ২৪)

প্যারিস অলিম্পিক ফুটবল ড্র: কোন গ্রুপে কোন দল?

খালেদের পকেটে ৩ উইকেট, বিপাকে পড়েছে শ্রীলঙ্কা

আইপিএলে ধোনি-কোহলিদের ম্যাচসহ আজকের খেলা (২২ মার্চ ২৪)

মুশফিক নাকি নাহিদ, প্রথম টেস্টে অভিষেক হচ্ছে কার?

একঝাঁক তারকা সমৃদ্ধ ফ্রান্স এবার স্বর্ণ জয়ের স্বপ্নে বিভোর৷ ঘরের মাঠে এবারের আসরে সবচেয়ে ফেভারিটের তকমাও তাদের গায়ে৷ অন্যদিকে ২০০৪ ও ২০০৮ সালের পর আর্জেন্টিনার সামনেও রয়েছে তৃতীয় পদক জয়ের সুযোগ৷ 

France football team

ফ্রান্স ফুটবল দল।

‘ডি’ গ্রুপে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের প্রতিপক্ষ মালি, ইসরায়েল এবং এশিয়া মহাদেশ (এএফসি) কোয়ালিফাইয়ে শীর্ষ দল।

‘সি’ গ্রুপে স্পেনকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আফ্রিকার দেশ মিসর, ডমিনিকান প্রজাতন্ত্র এবং এশিয়া মহাদেশ(এএফসি) থেকে কোয়ালিফাইয়ে দ্বিতীয় দলের সঙ্গে।

Spain football team

স্পেন ফুটবল দল।

কাতারে আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে ৩ মে শেষ হবে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ। এই টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট ও তৃতীয় হওয়া দল যোগ দিবে প্যারিস অলিম্পিকে। অর্থাৎ অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে চ্যাম্পিয়ন দল ডি গ্রুপে প্যারগুয়ে, ইসরায়েল ও মালির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে৷ 

রানার্সআপ দল খেলবে ‘সি’ গ্রুপের মিসর, স্পেন ও ডমিনিকা প্রজাতন্ত্রের সাথে৷ টুর্নামেন্টের তৃতীয় হওয়া দলটি খেলবে বি গ্রুপে আর্জেন্টিনা, মরক্কো ও ইউক্রেনের সঙ্গে৷ 

এশিয়া মহাদেশ (এএফসি) এবং আফ্রিকা মহাদেশের (সিএএফ) মধ্যকার দুই দলের প্লে–অফ ম্যাচে জয়ী দল খেলবে ‘এ’ গ্রুপে ফ্রান্স, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে৷ প্লে-অফ ম্যাচে সিএএফ থেকে খেলবে গিনি, অন্যদিকে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে চতুর্থ হওয়া দল হবে গিনির প্রতিপক্ষ।

চারটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে। এরপর কোয়ার্টার ফাইনাল থেকে জয়ী চার দল একে অপরের বিরুদ্ধে লড়বে সেমিফাইনালে। আগামী ৯ আগস্ট গড়াবে প্যারিস অলিম্পিক ফুটবল ইভেন্টের ফাইনাল। এর মধ্যে দিয়ে চূড়ান্ত স্বর্ণজয়ী দলের নাম। 

আরও পড়ুন:

ভুল শুধরে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চান হাভিয়ের কাবরেরা

টস জিতে বোলিংয়ে দারুণ শুরু বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে কাল মাঠে নামছে বাংলাদেশ

সিরিজ বাতিল করায় অস্ট্রেলিয়াকে কড়া বার্তা দিলো আফগানিস্তান

ফাঁস হওয়া ফোনকল নিয়ে লাইভে আসার ঘোষণা তামিমের

ফুটবলে একমাত্র প্রীতি ম্যাচসহ আজকের খেলা (২০ মার্চ ২৪)

আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ প্রত্যাহার

ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৪/এমএস/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল