Connect with us
ফুটবল

ভুল শুধরে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চান হাভিয়ের কাবরেরা

হাভিয়ের কাবরেরা। ছবি- বাফুফের ভিডিও থেকে সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে লম্বা সময় হাভিয়ের কাবরেরা অধীনে সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প করেছিল বাংলাদেশ ফুটবল দল। তবে গতকাল বাছাই পর্বে ফিলিস্তিনের পক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমে ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয় লাল-সবুজের জার্সিধারীরা। অবশ্য ম্যাচের শুরুতে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করেছিল বাংলাদেশ।

ফিলিস্তিনের বিপক্ষে হারের ব্যবধান বেশি হলেও পরবর্তী ম্যাচের আগে ফলাফল নিয়ে ভাবতে চান না বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘সামনের ম্যাচের আগে আমরা পারফরম্যান্স ও ভুল নিয়ে বিশ্লেষণ করব। ফলাফল নিয়ে নয়। পরের ম্যাচের আগে ফল নিয়ে ভেবে সময় নষ্ট করার প্রয়োজনীয়তা নেই।’

শুরুর দিকে ভালো খেলার পরেও কেন সেই ছন্দ ধরে রাখতে পারল না বা ভুল কোথায় ছিল এগুলো নিয়ে কাজ করাই এখন মূল লক্ষ্য, ‘ আসলে বলতে গেলে ফলাফল আমাদের কাছে তেমন বিবেচনার বিষয় ছিল না, হোক সেটা ৪-০, ৫-০ অথবা ৬-০। আমাদের চিন্তার বিষয় খেলার সক্ষমতা। প্রথম ৪০ মিনিট যেভাবে খেললাম, বাকি সময় কেন পারলাম না। ভুলগুলো কেন হলো?’

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সৌদিতে বাংলাদেশ ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প নিয়ে ইতিবাচক ছিলেন দলের এই স্প্যানিশ কোচ। এমনকি সুদানের বিপক্ষে দুটি অনুশীলন ম্যাচ খেলেও ভালো কিছুর আশা করছিলেন তিনি। তবে বাছাই পর্বের এই ম্যাচ দেখে তার মনে হয়েছে রক্ষণভাগে এখনও অনেক উন্নতির প্রয়োজন রয়েছে।

ফিলিস্তিনের বিপক্ষে প্রথম ৪০ মিনিট যেভাবে লড়াই করেছে বাংলাদেশ সেটা বড় কিছু। এই ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে পরবর্তী ম্যাচে ফিলিস্তিনকে চ্যালেঞ্জ জানাতে চান হাভিয়ের কাবরেরা। এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে আগামী ২৬ মার্চ কিংস অ্যারেনায় সফরকারীদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাছাই পর্বের পরবর্তী দুই অনুষ্ঠিত হবে জুনে।

আরও পড়ুন: অভিষেক ম্যাচে মাঠে নামার আগে রানাকে যা বলেছেন শান্ত

ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল