Connect with us
ক্রিকেট

পাপন জানালেন, বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত!

Crifo BCB
প্রশ্ন তো আরও আছে, বিশ্বকাপে শান্তর নেতৃত্বে খেলবে বাংলাদেশ?

ধীরে ধীরে এগিয়ে আসছে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি। এর আগে চূড়ান্ত করতে হবে সবগুলো দলের স্কোয়াড। কিছু দল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশসহ এখনো কয়েকটি দল স্কোয়াডের তথ্য গণমাধ্যমে প্রকাশ করেনি। তবে বাংলাদেশের স্কোয়াড চূড়ান্ত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে চূড়ান্ত হলেও এখনো প্রকাশ করা হয়নি পরিবর্তনের সুযোগ থাকায়। প্রকাশ করার জন্য সময় নিচ্ছে বিসিবি। গতকাল এসব গণমাধ্যমে এসব তথ্য জানান পাপান। তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যেই স্কোয়াড জানাবে টিম ম্যানেজম্যান্ট।

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে বিশ্বকাপের আসর। এআ আসরকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। ছোট দলগুলো মধ্যে আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, কানাডা, নেপাল আর ওমানও দল ঘোষণা করেছে। বাংলাদেশ এখনো স্কোয়াড ঘোষণা করেনি।

১ মে ছিল আইসিসির কাছে লিস্ট পাঠানোর শেষ তারিখ। তবে পুনর্বিবেচনা করে ২৫ মের মধ্যে স্কোয়াড পরিমার্জন করা যাবে। বড় বড় সব দল যখন স্কোয়াড জানিয়েছে, তখন চারদিকে প্রশ্ন, টাইগার স্কোয়াড চূড়ান্ত হবে কবে?

এই প্রশ্নের উত্তর জানিয়েছেন বিসিবি বস নিজেই। বলেছেন, আমাদের দল চূড়ান্ত হয়ে গেছে, অনুমোদনও পেয়েছে। আইসিসির যে তারিখ আছে সে অনুযায়ী দিয়ে দেয়া হবে। নির্বাচকরা ভালো দলই বেছে নিয়েছে।

পাপন জানান, ক্রিকেটারদের ইনজুরি পর্যবেক্ষণ করছে ম্যানেজমেন্ট। বিশ্বকাপের সময় কেউ ইনজুরড থাকবে কি থাকবে না তা না যেনে তো দিতে পারছি না। এমন আরও বেশ কয়েকজন খেলোয়াড় আছেন যারা ইনজুরিতে ভুগছেন। তাই এই ইনজুরি ইস্যুটা কনফার্ম না হয়ে স্কোয়াডটা ঘোষণা করতে হয়ত চাচ্ছে না।

বিশ্বকাপ দলে কোনো চমক থাকছে কি না এমন প্রশ্নে কৌশলী উত্তর বিসিবির বসের। জানান বাংলাদেশের যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবে স্কোয়াড কি হবে। সেরা একাদশও বলে দিবে। একাদশ সেরাই হবে।

আইসিসির নির্দেশনা অনুযায়ী, ২৫ মে পর্যন্ত যেকোনো দেশের ক্রিকেট বোর্ড চাইলেই পরিবর্তন আনতে পারবে। বিশেষ কারণ দেখিয়ে আইসিসির অনুমতিতে ২৫ মে’র পরও পরিবর্তন আনা যাবে। সব মিলিয়ে বিসিবি আপাতত ২৫ মে’র ডেডলাইনের অপেক্ষায়।

আরও পড়ুন: হ্যাটট্রিক দিয়ে হাফসেঞ্চুরি পূরণ রোনালদোর, আল নাসরের বিশাল জয়

ক্রিফোস্পোর্টস/৫মে২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট