Connect with us
ক্রিকেট

ক্রিকেটের বাইরে থেকে উঠে আসল পাকিস্তানের নতুন বোর্ড সভাপতি

New pcb chairman Mohsin Naqvi
নব নিযুক্ত পিসিবি প্রধান মহাসিন রাজা নকভি। ছবি- সংগৃহীত

বিশ্বকাপের পর থেকেই মাঠের ক্রিকেট মাঠের মত টালমাটাল পরিস্থিতি পাকিস্তানের ক্রিকেট বোর্ডেও। বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল আগেই। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) নিয়োগ দেয়া হল নতুন বোর্ড সভাপতির। তবে বোর্ড প্রধানের দায়িত্বে এসেছে নতুন এক মুখ।

পাঞ্জাব প্রদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা মহসিন রাজা নকভি হয়েছেন পিসিবির নতুন সভাপতি। বোর্ড সভাপতির দায়িত্বে তার নাম প্রস্তাব করেছিলেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার উল কাকার। গতকাল মঙ্গলবার মহসিনের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

মহসিন নকভি ছাড়াও প্রস্তাব করা হয়েছিল মুস্তাফা রামদে। তবে গুঞ্জন শোনা যাচ্ছিল মহসিনই হতে পারেন পরবর্তী বোর্ড প্রধান। শেষ পর্যন্ত তেমনটাই হয়েছে বাস্তবে। নির্বাচনে তার প্রতিপক্ষ প্রার্থী মুস্তাফা রামদে পাননি কোন ভোট। এদিকে মহসিন সরাসরি এসেছেন রাজনীতি থেকে এসেছেন ক্রিকেট আঙ্গনে।

অবশ্য ক্রিকেট বা ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কাজেই যুক্ত না থেকেও তবে পিসিবিতে চলে এসেছেন, এমন ঘটনাও পিসিবিতে নতুন নয়। এর আগে নাজাম শেঠি ক্রিকেটের সঙ্গে যুক্ত না থেকেও সরাসরি হয়ে গিয়েছিলেন পিসিবি প্রধান। গেল পিসিবির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির (আইএমসি) চেয়ারম্যান জাকা আশরাফও এসেছিলেন রাজনীতি থেকেই।

বোর্ড প্রধান নির্বাচিত হওয়ার পর মহসিন বলেন, ‘সর্বসম্মতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে আমাকে নির্বাচিত করার জন্য ধন্যবাদ। আমার উপর আস্থা দেখানো হয়েছে। এতে আমার দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। নিজের দায়িত্ব ভাল ভাবে পালন করার চেষ্টা করব।’

এর আগে বিশ্বকাপ ব্যর্থতার জের ধরে গেল মাসে মেয়াদ পূর্তির আগেই পিসিবির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির (আইএমসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন জাকা আশরাফ। লাহোরে ১০ সদস্য বিশিষ্ট এই কমিটির চতুর্থ বৈঠকের পর এমন সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: জীবনের সত্যিকারের মর্ম উদ্ধার করেছেন রোনালদো

ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট