Connect with us
ক্রিকেট

১৪৬ রান তাড়া করতে ব্যর্থ বরিশাল, চট্টগ্রামের পঞ্চম জয়

Fotune Barisal vs Chattogram Challangers
ফরচুন বরিশালকে ১৬ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ছবি- সংগৃহীত

বিপিএলের দশম আসরে সবচেয়ে তারকাবহুল দল গড়েছে ফরচুন বরিশাল। তবে এত তারকা নিয়েও ভরাডুবির মধ্য দিয়ে যাচ্ছে ফ্রাঞ্চাইজিটি। চলতি আসরে ৭ ম্যাচ খেলে ৪টিতেই হেরেছে তামিম ইকবালের দলটি। আজ (মঙ্গলবার) নিজেদের সপ্তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৬ রানে হেরেছে বরিশাল।

বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। মিরপুরে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল।

প্রথমে ব্যাট করে টম ব্রুসের ৫০, জস ব্রাউনের ৩৮ ও অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ৫ উইকেটে ১৪৫ রানের পুজি পায় চট্টগ্রাম। বরিশালের হয়ে মোহাম্মদ ইমরান জুনিয়র ২টি এবং মোহাম্মদ সাইফুদ্দিন, আব্বাস আফ্রিদি ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট নেন।

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করতে সক্ষম হয় বরিশাল। দলের হয়ে ৪৬ বলে ৪৯ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া শেষদিকে ১৮ বলে ৩০ রান করেন সাইফুদ্দিন। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন শহিদুল ইসলাম। এছাড়া ২টি উইকেট নেন আল-আমিন হোসেইন।

এ জয়ে খুলনাকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে চট্টগ্রাম। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট চট্টগ্রামের। সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৪৫/৫ (২০ ওভার)

ফরচুন বরিশাল: ১২৯/৮ (২০ ওভার)

ফলাফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৬ রানে জয়ী

আরও পড়ুন: সাকিব রানে ফেরায় স্বস্তিতে রংপুর শিবির 

ক্রিফোস্পোর্টস/৬ফেব্রুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট