Connect with us
ক্রিকেট

সাকিব-মিরাজদের স্পিন বোলিং কোচ হলেন মুশতাক আহমেদ

Mushtaq Ahmed appointed as spin bowling coach of Bangladesh
বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন মুশতাক আহমেদ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার মুশতাক আহমেদ। আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন জিম্বাবুয়ে সিরিজ থেকে বাংলাদেশের দায়িত্ব নেবেন মুশতাক আহমেদ। তবে দীর্ঘ সময়ের জন্য টাইগারদের দায়িত্ব পাচ্ছেন না এই সাবেক পাকিস্তানি তারকা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই সাকিব-মিরাজদের দায়িত্বে থাকবেন এই কোচ।

ভারতে গত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশের ব্যাটিং এবং পেস ও স্পিন বোলিং কোচ বিদায় নেন। এরপর গত ফেব্রুয়ারিতে ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্প এবং পেস বোলিং কোচ হিসেবে আন্দ্রে অ্যাডামস নিয়োগ পাওয়ার পর এবার স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন মুশতাক আহমেদ।

১৯৯০ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেকের দুই বছর পরই ১৯৯২ সালে বিশ্বকাপ জয় করেন মুশতাক। ২০০৩ সালে ক্রিকেটকে বিদায় জানানোর আগে ৫২ টেস্টে ১৮৫ উইকেটের পাশাপাশি ১৪৪ ওয়ানডেতে ১৬১ উইকেট শিকার করেছেন তিনি।

ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিং ক্যারিয়ার শুরু করেন মুশতাক। কোচ হিসেবেও অনেক অভিজ্ঞ এই লেগ স্পিনার। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ ছিলেন তিনি। এরপর ২০১৮-১৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২০-২২ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের দায়িত্বে ছিলেন ৫৩ বছর বয়সী এই সাবেক তারকা।

সাকিব-মিরাজদের দায়িত্ব পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে মুশতাক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অনেক সম্মানের। আমি ক্রিকেটারদের মাঝে আমার অভিজ্ঞতা ছড়িয়ে দিতে চাই। আমি মনে করি, বর্তমানে বাংলাদেশ অনেক ভয়ঙ্কর একটা দল। তারা বিশ্বের যেকোনো দলকে হারাতে সক্ষম। বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’

আরও পড়ুন: বিশ্বকাপে সমর্থকদের বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর 

ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট