Connect with us
ক্রিকেট

হায়দরাবাদের বিপক্ষে বিশ্রাম নেওয়ায় ম্যাক্সওয়েলের আফসোস!

Glenn Maxwell
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সতেরো তম আসরে আরেকটি রেকর্ড রানের ম্যাচের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। গতকাল (সোমবার) আইপিএলের ত্রিশ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-সানরাইজার্স হায়দরাবাদ। ৫৪৯ রানের ম্যাচটিতে শেষমেশ ২৫ রানে হারতে হয়েছে কোহলি-ডু প্লেসিদের।

এদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন আরসিবির অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সংবাদ সম্মেলনে আসলেও গতকাল ম্যাচে ছিলেন না বিধ্বংসী এই অজি ক্রিকেটার। মূলত মানসিক ও শারীরিকভাবে সতেজ থাকার উদ্দেশ্যেই স্বেচ্ছায় বিশ্রাম নিয়েছিলেন তিনি। যদিও সংবাদ সম্মেলনে এসে ম্যাচটি খেলতে না পারায় তার কণ্ঠে আফসোস শোনা যায়।

গত বছরের নভেম্বর থেকে ম্যাক্সওয়েল ১৭ টি-টোয়েন্টিতে ৪২.৪৬ ব্যাটিং গড়ে মোট ৫৫২ রান করেন। এ সময়ে ১৮৫.৮৫ স্ট্রাইক রেটে রান তোলেন তিনি। কিন্তু আইপিএল শুরু হতেই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন এই অজি। আসরে প্রথম ৬ ম্যাচে মাত্র ৩২ রান করা অজি ক্রিকেটার যে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না সেটা স্পষ্ট। তাই নিজেই থেকেই এক ম্যাচ বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

একাদশে না থাকা নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘এমন সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য মোটেই কঠিন ছিল না। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ শেষে আমি অধিনায়ক ও কোচদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি। আমার মনে হয়েছে, অন্য কাউকে একাদশে সুযোগ দেওয়ার এটাই সঠিক সময়। এমন পরিস্থিতিতে পড়া আমার এবারই প্রথম নয়। এর আগেও এমনটা হয়েছে তখন দেখেছি, টানা খেলে গেলে খেলা আরও খারাপের দিকে গেছে। তাই আমার মনে হয়েছে, শরীরকে আগের অবস্থায় ফেরাতে শারীরিক ও মানসিকভাবে বিশ্রাম দরকার আমার।’

নিজের অফ ফর্ম নিয়ে অবশ্য কোন নেতিবাচকতা ঘিরে ধরতে পারেনি ম্যাক্সওয়েলকে, ‘টি-টোয়েন্টি খেলাটা পরিবর্তনশীল। এখানে এমনটা হতেই পারে। এই যেমন প্রথম ম্যাচটাতে আমি যেভাবে আউট হলাম, বল কিন্তু আমার ব্যাটের মাঝ বরাবরই লেগেছিল। এরপরও কিপারের গ্লাভসেই ক্যাচটা গেল। কপাল ভালো থাকলে ঐ শটটাই কিপারের থেকে আরও দূর দিয়ে যেত। প্রথম বলেই বাউন্ডারি পেয়ে ভালো একটা শুরু পেতাম।’

সাথে গতকালের ম্যাচে না খেলায় আফসোস ঝরে ম্যাক্সওয়েলের কণ্ঠে, ‘পাওয়ার প্লেতে খেয়াল করলাম গতকালের উইকেট আগের ম্যাচগুলোর মত অসম ও মন্থর ছিল না। তখনই বুঝতে পেরেছি, ম্যাচটা না খেলা ভুল সিদ্ধান্ত ছিল।এমন পিচে খেলতে পারলে মন্দ হতো না।’

মাঠে এখনো প্রভাব রাখার মত সক্ষমতা তার আছে বলে জানান ম্যাক্সওয়েল। এছাড়াও আইপিএলে আবারও খেলার সুযোগ পেলে তা কাজে লাগানোর কথা বলেন এই ক্রিকেটার।

আরও পড়ুন: ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের স্বীকৃতি পেলেন কামিন্স ও হেড  

ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট