Connect with us
ক্রিকেট

বাংলাদেশের মতো দায়িত্ব ছেড়ে গেলেন পাকিস্তানের বোলিং কোচও

বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে পাকিস্তান। সেমিতে খেলার স্বপ্ন নিয়ে ভারত গেলেও সে স্বপ্ন আর বাস্তবে রূপ নিতে পারেনি। দলের বাজে পারফরমেন্সে চুক্তির মেয়াদ ১ মাস বাকি থাকতেই বোলিং কোচ মরনে মরকেল পদত্যাগ গ্রহণ করেন। বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও দায়িত্ব ছেড়েছেন ‍দুদিন আগে।

সোমবার (১৩ নভেম্বর) এক সংক্ষিপ্ত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পিসিবি।

বিশ্বকাপে শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করে গেছে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য। তবে নিজেদের খেলা ৯ ম্যাচে ৪ জয়ের পাশাপাশি ৫ হার নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে পাকিস্তান। দলের ব্যর্থতার জেরে চাকরি ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার মরকেল।

৬ মাসের জন্য পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন চলতি বছরের জুনে। তবে চুক্তির মেয়াদ এক মাস বাকি থাকতে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই  দায়িত্ব ছাড়লেন তিনি।

আগামী ডিসেম্বরে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান। হারিস রউফ ও শাহীন আফ্রিদিদের জন্য নতুন বোলিং কোচ নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে পিসিবি। তবে শোনা যাচ্ছে ওই সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারেন ওমর গুল।

মরকেল বর্তমানে আইপিএল লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বোলিং কোচ হিসেবে নিয়োগপ্রাপ্ত আছেন। এর আগে এসএ টোয়ন্টিতে ডারবান সুপার জায়ান্টের বোলিং কোচ ছিলেন এবং নামিবিয়ার জাতীয় দলের কোচিং স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: নতুন লুকে হাজির নেইমার

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট