Connect with us
ক্রিকেট

শেষ দিনে ভারতের মাটিতে ইতিহাস গড়লেন সাদমান ইসলাম

সাদমান ইসলাম। ছবি- ক্রিকইনফো

প্রায় আড়াই দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন কানপুর টেস্ট হবে ড্র। তবে ব্যাতিক্রমী চিন্তা করা ভারত নেমেছে জয়ের আশায়। ভিন্ন কৌশলে সেই পথে অনেকটাই সফল স্বাগতিকরা। শেষ দিনের খেলায় পরাজয় এড়ানোর চ্যালেঞ্জ যখন বাংলাদেশের, তখন ইতিহাস গড়লেন সাদমান ইসলাম।

বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম কোন ওপেনার হিসেবে ভারতের মাটিতে ফিফটি করেছেন সাদমান। এর আগে লাল বলের ক্রিকেটে ভারতের মাটিতে কখনও অর্ধশত রানের দেখা পায়নি টাইগার কোন ওপেনার ব্যাটার। তাই এই কীর্তি গড়ার তালিকায় প্রথমবারের মতো নাম লেখালেন সাদমান।

যদিও বাংলাদেশি অনেক ক্রিকেটার ভারতের মাটিতে ফিফটি করেছেন আগেও, তবে টেস্ট ম্যাচে ওপেনার হিসেবে এটাই প্রথম কোন অর্ধ শতকের ইনিংস। দলের বিপদের সময়ে ৯৭ বলে সাদমান তুলে নেন নিজের এই ফিফটি। তবে এরপর বেশি সময় উইকেটে টিকে থাকতে পারেননি তিনি।

৫০ রান করেই আকাশ দীপের বলে গালিতে ক্যাচ দিয়ে ফিরে যান এই ওপেনার ব্যাটার। সাদমান ইসলাম আউট হওয়ার আগের ওভারেই অর্ধশত রানের জুটি ভেঙ্গেছে নাজমুল হোসেন শান্ত রিভার্স সুইপ করতে গিয়ে আউট হলে। আর এরপর বিপদে পড়ে বাংলাদেশ। 

৫ ওভারে মাত্র ৩ রানের ব্যবধানে টাইগাররা হারায় তাদের গুরুত্বপূর্ণ চার উইকেট। যেখানে মাত্র ১ রানে লিটন দাস এবং রানের খাতা খোলার আগেই ফিরে গেছেন সাকিব আল হাসান। শান্তর ব্যাট থেকে এসেছে ১৯ রান। 

এদাকে শত রানের আগেই ৭ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখানোর চেষ্টা করছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজ। আর দ্রুতই বাংলাদেশের সবগুলো উইকেট তুলে নিয়ে রান তাড়া করতে চায় ভারত। যাতে আড়াই দিনের খেলায় দেখা যেতে পারে টেস্টের ফলাফল।

আরও পড়ুন: সাফের ফাইনাল শেষে কে কোন পুরস্কার পেল?

ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট