Connect with us
ক্রিকেট

দীর্ঘদিন পর ঘরের মাঠে সিরিজ আয়োজন নিয়ে খুশি বিসিবি

Bangladesh Test team
বাংলাদেশ টেস্ট দল। ছবি- সংগৃহীত

বাংলাদেশের মাটিতে সর্বশেষ গত মে মাসে আয়োজিত হয়েছিল দ্বিপাক্ষিক সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিজেদের ঝালিয়ে নিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টাইগাররা। তারপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরেনি।

প্রায় পাঁচ মাসের বিরতি দিয়ে আগামী অক্টোবরে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেট খেলা কতটা নিরাপদ তা পর্যবেক্ষণ করতে প্রতিনিধি পাঠিয়েছিল প্রোটিয়ারা। পর্যবেক্ষক দল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট, আর স্কোয়াডও ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

এতে ঘরের মাঠে আসন্ন এই সিরিজটি নিশ্চিত বলেই ধরা যায়। তবে এর মাঝে সরকার পতনের পর নিরাপত্তা জনিত কারণে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যায় বাংলাদেশ থেকে। এবার দীর্ঘদিন পর হোম সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তাই বিসিবি বেশ খুশি, এমনটাই জানিয়েছেন শাহরিয়ার নাফীস।

গতকাল সোমবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোর্ডের এই ক্রিকেট অপারেশন্স ম্যানেজার বলেন, ‘প্রথমত, আমরা খুবই খুশি। দীর্ঘদিন পর বাংলাদেশে হোম সিরিজ হতে যাচ্ছে। দূর্ভাগ্যবশত আমরা বিশ্বকাপটা আয়োজন করতে পারিনি। তবে আমরা আশা করি, খুব সফলভাবে সিরিজটা আয়োজন করতে পারবো। টিম ইনশাল্লাহ খুব ভালো করবে, তেমনটাই বিশ্বাস করি।’

দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদের চাওয়া নিয়ে নাফীস বলেন, ‘আমাদের নিরাপত্তা ব্যবস্থা কেমন, সেটাই দেখতে চেয়েছিল তারা। সিরিজের ভেন্যু নিয়ে তাদের কোন রিকোয়ারমেন্ট ছিল না। সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে আলোচনা করে সাধারণত আমরা ভেন্যু নির্ধারণ করি।’

ক্রিকেট বোর্ড ও নিরাপত্তা ব্যবস্থায় সংশ্লিষ্ট বাংলাদেশের বিভিন্ন বাহিনী নিয়ে নাফীস বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমরা অনেক খুশি। আন্ত:বিভাগীয় সমন্বয় খুব ভালো ছিল। পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট যে অংশগুলো ছিল, মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি- তারা আমাদের যথেষ্ট সহায়তা করেছে।’

আরও পড়ুন: শেষ দিনে ভারতের মাটিতে ইতিহাস গড়লেন সাদমান ইসলাম

ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট