Connect with us
অলিম্পিক গেমস

অলিম্পিক ফুটবল: প্রথম স্বর্ণের খোঁজে রাতে ফাইনালে নামছে ব্রাজিল

Olympic football: Brazil to play final tonight in search of first gold
আজ রাতে ফাইনালে নামছে ব্রাজিল। ছবি- সংগৃহীত

১৬ বছর পর অলিম্পিকে মেয়েদের ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিল। ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে টানা দুইবার ফাইনালে উঠেছিল ব্রাজিল। তবে দুটো ফাইনালেই হেরে যায় তারা। ১৬ বছর আগের আক্ষেপ মিটিয়ে ব্রাজিলের সামনে অলিম্পিকে প্রথম সোনা জয়ের সুযোগ হাতছানি দিচ্ছে।

তবে প্যারিস অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিলের সোনা জেতা সহজ হবে না। কারণ তাদের প্রতিপক্ষ অলিম্পিকের সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে ব্রাজিলের অতীতের রেকর্ডও খুব সুখকর নয়।

সর্বশেষ দুই ফাইনালে ব্রাজিলের প্রতি পক্ষ ছিল যুক্তরাষ্ট্র। তবে দুটো ফাইনালেই ব্রাজিলকে হারিয়ে সোনা জিতে নেয় তারা। ২০০৪ অ্যাথেন্স অলিম্পিকে ২-১ গোলে এবং ২০০৮ বেইজিং অলিম্পিকে ১-০ গোলে ব্রাজিলকে হারায় যুক্তরাষ্ট্রের মেয়েরা। তাই চারবারের চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথম সোনা জিততে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে হবে ব্রাজিলের মেয়েদের।

আরও পড়ুন:

» যুব ও ক্রীড়া উপদেষ্টাকে যে অনুরোধ করলেন সাইফউদ্দিন

» অলিম্পিক ফুটবল: ফ্রান্সকে হারিয়ে সোনা জিতল স্পেন 

চলতি অলিম্পিকে ব্রাজিলের শুরুটা ছিল খুবই হতাশাজনক। গ্রুপপর্বের প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয় পেলেও পরের দুই ম্যাচে জাপান ও স্পেনের বিপক্ষে হেরে যায় তারা। তবে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ সি এর তৃটীয় দল হিসেবে কোনোমতে শেষ আট নিশ্চিত করে দলটি।

তবে নক আউট পর্বে উঠে বেশ দাপট দেখিয়েছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সকে ১-০ গোলে এবং সেমিফাইনালে স্পেনকে ৪-২২ গোলে বিধ্বস্ত করে ফাইনালে পা রেখেছে সেলেসাও মেয়েরা।

অন্যদিকে এই অলিম্পিকে এখনও অপরাজিত যুক্তরাষ্ট্র। গ্রুপপর্বে টানা তিন জয়ের পর কোয়ার্টার ফাইনালে জাপানকে ১-০ গোলে এবং সেমিফাইনালে জার্মানিকে ১-০ গোলে পরাজিত করে ষষ্ঠবারের মতো ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র।

আজ শনিবার (১০ আগস্ট) প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। সবমিলিয়ে এক জমজমাট ফাইনাল দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

ক্রিফোস্পোর্টস/১০আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অলিম্পিক গেমস