Connect with us
ক্রিকেট

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ক্রিকেট বিশ্ব দেখবে এমন ঘটনা যা আগে কখনো ঘটেনি!

ICC ODI world cup 2023
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ও লোগো (ছবি- গুগল)

চলতি বছরের শেষে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে ঘটতে যাচ্ছে এমন ঘটনা যা আগে কখনো ঘটেনি!

ইতিহাসে সব ওয়ানডে বিশ্বকাপেই এমন অধিনায়কের দেখা মিলতো যিনি এর আগের আসরেও অধিনায়ক ছিলেন।

তবে, এবারের ওয়ানডে বিশ্বকাপে থাকছে ভিন্ন চিত্র? ক্রিকেট ইতিহাসে একমাত্র বিশ্বকাপ যেখানে আগের (২০১৯) বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া কাউকেই অধিনায়ক হিসেবে দেখা যাবে না।

এদিকে ব্যতিক্রমী এই ঘটনা ঘটতে বাধা ছিলেন ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্বে থাকা কেন উইলিয়ামসন। বাকি দলগুলোতে নেতৃত্বে পরিবর্তন এলেও নিউজিল্যান্ড ছিল ব্যতিক্রম। তবে আইপিএলে খেলতে গিয়ে গুরুতর চোটে ছিটকে গেছেন তিনি। শুধু তাই নয়, বিশ্বকাপসহ পুরো বছরই মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে। এর ফলে ২০২৩ বিশ্বকাপে উইলিয়ামসনের পরিবর্তে নতুন কোনও অধিনায়কই কিউইদের দায়িত্ব পালন করবেন।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফি। এবার টাইগারদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল।

এছাড়া গুলবাদিন নাইবের বদলে আফগানিস্তানের অধিনায়ক এখন হাশমতুল্লাহ শহিদি। অজিদের দায়িত্বে অ্যারন ফিঞ্চের বদলে প্যাট কামিন্স এর কাধে। ইংলিশ শিবিরে মরগানের স্থলে এখন জস বাটলার। পাকিস্তানে বাবর আজম। আগে ছিলেন সরফরাজ। আর ভারতের রোহিত শর্মা। আর চূড়ান্ত পর্ব প্রায় নিশ্চিত করে ফেলা দক্ষিণ আফ্রিকাও এবার নতুন অধিনায়ক টেম্বা বাভুমার অধীনে বিশ্বকাপ খেলবে।

এছাড়াও বাছাইয়ে নামা শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের অবস্থাও একই। গতবার মূল আসরে খেলা দুদলের অধিনায়কত্বেও পরিবর্তন এসেছে। দিমুথ করুনারত্নের জায়গায় লঙ্কার অধিনায়ক দাসুন শানাকা আর ক্যারিবীয়দের শাই হোপ। গতবার ছিলেম জেসন হোল্ডার।

আরও পড়ুন: গোল্ডেন বুট জিতে চাপে পড়েছে সন

ক্রিফোস্পোর্টস/১০এপ্রিল২৩/এমবি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট