Connect with us
ক্রিকেট

বাবর-রিজওয়ান নয়, বাংলাদেশ সিরিজে পাকিস্তানের অধিনায়ক মাসুদ

Pakistan Test
বাংলাদেশ সিরিজে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ

এই মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। দুই ম্যাচ টেস্ট সিরিজিরে আগে প্রস্তুতি ম্যাচও অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সিরিজ সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।

বুধবার (৭ আগস্ট) শান মাসুদের নেতৃত্বে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি। বাবর রিজওয়ান কিংবা শাহীন আফ্রিদি থাকলেও নেতৃত্ব উঠেছে মাসুদের হাতে। একই দিন ঘোষণা করা হয়েছে বাংলাদেশ এ দলের বিপক্ষে পাকিস্তান শাহিনসের স্কোয়াডও। যেখানে নেতৃত্ব দেবেন সৌদ শাকিল।

আরও পড়ুন>> শেখ হাসিনার বিদায়, নিজ এলাকায় বিপাকে সাকিব-মাশরাফি

বাংলাদেশ সিরিজে যথারীতি ডাক পেয়েছেন- শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমরা। দলের সকল তারকারাই থাকছেন সিরিজে। তবে শাহিন আফ্রিদিকে সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। পিসিবি জায়েছে, আফ্রিদির ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট সামলাতে সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হুরাইরা, কামরান গুলাম ও মোহাম্মদ আলী। বাদ পড়েছেন ইমাম-উল-হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী ও সাজিদ খান। চোটের কারণে নেই পেসার হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম আলী জুনিয়র।

আরও পড়ুন>> স্পেনকে হারিয়ে অলিম্পিকের ফাইনালে ব্রাজিল

পাকিস্তান টেস্ট স্কোয়াড: শান মাসুদ, সৌদ শাকিল, আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গোলাম, খুররাম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ ও শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তান শাহিনস স্কোয়াড: সৌদ শাকিল, কামরান গোলাম, মেহরান মুমতাজ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ রমিজ (জুনি.), মোহাম্মদ হুরাইরা, নাসিম শাহ, সাদ বেগ, সাদ খান, সাইম আইয়ুব, সামেন গুল, সরফরাজ আহমেদ ও উমর আমিন।

ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট