Connect with us
ফুটবল

কোপা আমেরিকায় নেইমারের না থাকা ব্রাজিলের জন্য দুঃখজনক: মেসি

লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

একদিকে চলছে ইউরোপের বিশ্বকাপ খ্যাত ইউরো চ্যাম্পিয়নশিপের মহাযজ্ঞ, অন্যদিকে ক্যালেন্ডারের পাতায় আর মাত্র ১ দিন পরেই শুরু হচ্ছে কোপা আমেরিকা৷ প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা৷ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে এবারের কোপা আমেরিকার নবীন দল কানাডা৷

গত আসরে মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে জাতীয় দলের জার্সিতে প্রথম কোনো শিরোপা জিতে লিওনেল মেসি৷ তাই শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে ব্রাজিলকে যথেষ্ট সমীহ করেছেন মেসি৷ একই সঙ্গে নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের দুঃখজনক বলে মন্তব্য করেছেন এই আর্জেন্টাইন তারকা৷

আর্জেন্টাইন সাংবাদিক মার্সেলো তিনেল্লিকে একান্ত সাক্ষাৎকারে নেইমারের অনুপস্থিত সম্পর্কে লিওনেল মেসি বলেন,’কোপা আমেরিকায় নেইমারের না থাকা ব্রাজিলের জন্য দুঃখজনক। তবে তাদের লাখ লাখ খেলোয়াড় আছে৷ এমনকি নেইমার না থাকলেও তাদের অনেক অপশন রয়েছে, ব্রাজিল খুবেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। শক্তিমত্তায় ব্রাজিল দলটা আর্জেন্টিনার মতোই। তাই আর্জেন্টিনার মতো ব্রাজিলও কোপার শিরোপার দাবিদার৷’

তবে ব্রাজিল ছাড়াও কোপা আমেরিকায় ইকুয়েডর, উরুগুয়ে ও কলম্বিয়ার মতো দলকেও শক্তিশালী মানছেন মেসি৷ তিনি বলেন,’এখানে সব দলই প্রতিযোগিতাপূর্ণ, তাই খুবই সমপর্যায়ের লড়াই হবে। ইকুয়েডর তরুণ প্রজন্মের খুবই শক্তিশালী একটা দল। তাদের লক্ষ্য পরিষ্কার, শারীরিকভাবে শক্তিশালী। তাদের মতো কলম্বিয়া, উরুগুয়ে আছে।’

আরো পড়ুন:

কোপা আমেরিকা ২০২৪ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

সুপার এইটে মাঠে নামার আগে সাকিবের জন্য সুখবর

লিওনেল মেসির বর্তমান বয়স ৩৬৷ তাই গুঞ্জন রয়েছে কোপা আমেরিকার মধ্য দিয়ে জাতীয় দলের ইতি টানবেন মেসি। এরপর বাকি জীবন কাটিয়ে দিবেন মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে৷ তবে আর্জেন্টিইন সাংবাদিক মার্সেলো তিনেল্লিকে মেসি ইঙ্গিত দিয়েছেন এখনই জাতীয় দলের জার্সি তুলে রাখছেন না তিনি৷ মেসি বলেন,’আমি দিনের পর দিন বেঁচে আছি এবং আমি চিন্তাও করি না আগামীতে কি ঘটবে৷ এমনকি যদিও বয়স কেবল একটি সংখ্যা, আমি এখনো খুব ভালোই অনুভব করছি৷’

ক্রিফোস্পোর্টস/১৯জুন২৪/টিএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল