Connect with us
ফুটবল

কোপা আমেরিকায় নতুন চমক, যুক্ত হচ্ছে গোলাপি কার্ড

New surprise in Copa America, adding pink card
আসন্ন কোপা আমেরিকায় যুক্ত হচ্ছে গোলাপি কার্ড। ছবি- সংগৃহীত

বিশ্বব্যাপী বিভিন্ন খেলায় আমরা নানা নিয়ম পরিবর্তন হতে দেখি। ফুটবলও এর ব্যতিক্রম নয়। ফুটবলের শুরুতে এমন অনেক নিয়ম ছিল যেগুলো বর্তমানে বিলুপ্ত। আবার এমন কিছু নিয়ম ছিল যেগুলো পরে পরিমার্জন ও পরিবর্তন করা হয়েছে। ম্যাচ চলাকালে খেলোয়াড় বদলানোর নিয়মও এর মধ্যে অন্যতম। আগে সর্বোচ্চ তিন জন খেলোয়াড় বদলানো গেলেও করোনার সময় থেকে যে কোন দল সর্বোচ্চ পাঁচ জন খেলোয়াড়কে বদলাতে পারে।

ঠিক তেমনি এবার ফুটবলে কার্ডের ব্যবহারেও পরিবর্তন আসতে চলেছে। এতদিন ফুটবলে আমরা লাল ও হলুদ কার্ডের ব্যবহার দেখেছি। আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় এবার গোলাপি কার্ডেরও ব্যবহার দেখতে পারবে ফুটবল বিশ্ব। তবে এটি পরীক্ষামূলকভাবে করতে যাচ্ছে বলে জানিয়েছে কনমেবল কর্তৃপক্ষ। এর আগে আমরা হকিতে তিন রকম কার্ড ব্যবহার করতে দেখেছি।

গোলাপি কার্ড ব্যবহারের বিষয়টি কনমেবল নিজেদের ওয়েবসাইটে গতকাল (২১ মে) জানিয়েছে, ‘কোপার আসন্ন আসরে প্রথমবারের মত গোলাপি কার্ড ব্যবহার করা হবে। ফিফার আর্টিকেল ৯৬-তেও এ বিষয়ে কিছু সংশোধনী আনা হচ্ছে যেখানে গোলাপি কার্ড মূলত খেলোয়াড় বদলানোর কাজে ব্যবহার করা হবে।’

কোভিড ভাইরাসের সময় থেকে পরিমার্জন করার পর থেকে এখন পর্যন্ত ফুটবলে পাঁচ জন খেলোয়াড় বদলানো যায়। এরপরও কোন ফুটবলার মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে যদি মাঠ থেকে বের করার মত পরিস্থিতির তৈরি হয় তাহলে তখন গোলাপি কার্ডের প্রয়োগ করা হবে। সংশ্লিষ্ট দলের কোচ অথবা ম্যাচ রেফারিকে গোলাপি কার্ড দেখাবেন। তারপর রেফারিও প্রতিপক্ষ দলকে কার্ড দেখিয়ে অবগত করবেন। চাইলে প্রতিপক্ষ দলও নিজেদের একজন খেলোয়াড় বদলাতে পারবে।

আসন্ন কোপা আমেরিকার আসর এবার যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে যেখানে মোট ১৪ টি শহরের ১৪ টি ভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ২০ জুন শুরু হয়ে ১৪ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে শতবর্ষী এই মহাদেশীয় টুর্নামেন্টের। আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আরও পড়ুন: ‘মুস্তাফিজকে ভুলভাবে ব্যবহার করেছে বাংলাদেশ’ 

ক্রিফোস্পোর্টস/২২মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল