Connect with us
ফুটবল

নতুন রেকর্ড: প্রিমিয়ার লিগের এক ম্যাচে হলুদ কার্ডের বন্যা

Yellow Card
আন্থনি টেইলর চেলসি-বোর্নমাউথের খেলোয়াড়দের ১৪টি হলুদ কার্ড দেখিয়েছেন

একম্যাচে সর্বোচ্চ হলুদ কার্ডের রেকর্ড দেখলো ফুটবল বিশ্ব। এমনটাই ঘটেছে চলতি আসরে ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি- বোর্নমাউথ মধ্যকার ম্যাচে।এদিন রেফারি আন্থনি টেইলর চেলসি-বোর্নমাউথের খেলোয়াড়দের ১৪টি হলুদ কার্ড দেখিয়েছেন। এতে করে প্রিমিয়ার লিগের একম্যাচে আগের হলুদ কার্ডের রেকর্ড ভেঙে দিয়েছে এই ম্যাচটি।

অখেলোয়াড় সুলভ আচরণের দায়ে এদিন দুই দল পুরো ম্যাচ ফাউল করেছে ২৫টি। যেখানে রেফারিকে ১৪ বার হলুদ কার্ড দেখাতে হয়েছে। এর মধ্য দিয়ে ম্যাচটি গড়ে ফেলেছে ক্লাব ফুটবলের এক বিব্রতকর রেকর্ড। এদিন ম্যাচের প্রথমার্ধে চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজকে হলুদ কার্ড দেখানোয় পেনাল্টি পায় বোর্নমাউথ। কিন্তু পেনাল্টি কাজে লাগাতে পারেনি বোর্নমাউথ। একই সময়ে তর্কে জড়িয়ে পড়েন দুই দলের ম্যানেজাররাও।যদিও তাদের দেখতে হয়নি কোনো কার্ড।

এদিকে ম্যাচের শেষ দিকে ক্রিস্টোফার এনকুনকুর একমাত্র গোলে জয় পায় চেলসি। যেখানে অ্যাসিস্ট করেন চেলসির হয়ে নিজের অভিষেক ম্যাচ খেলতে নামা জ্যাডন সাঞ্চো। এটা চলতি প্রিমিয়ার লিগের চেলসির দ্বিতীয় জয়। চার ম্যাচে দুই জয়ে চেলসি এখন পয়েন্ট টেবিলের সাতে।

আরও পড়ুন:

» ধারাবাহিক জয় অব্যাহত রেখে সিরিজ নিশ্চিত বাংলাদেশের

» দেশ ছাড়ার আগে ভারত সিরিজ নিয়ে যা বললেন শান্ত

এর আগে প্রিমিয়ার লিগের এক ম্যাচে সর্বোচ্চ ১৩টি হলুদ কার্ডের রেকর্ড ছিলো গত আসরের শেফিল্ড ইউনাইটেড-টটেনহ্যাম ম্যাচে। যেখানে শেফিল্ড ইউনাইটেডের ফুটবালর ওলি ম্যাকবার্নিকে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখানোয় মাঠ ছাড়তে হয়।যাতে করে দল হয় পড়ে ১০ জনের।যা নিয়ে পুরো ম্যাচে হলুদ কার্ডের সংখ্যা দাড়ায় ১৩ টিতে।এদিকে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে পরপর দুই গোল করে জয় তুলে নেয় টটেনহ্যাম।

আগামী শনিবার লন্ডনে ওয়েস্ট হামের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে মাঠে নামবে চেলসি। মাঝে মারেসকারের দলটি প্রায় এক সপ্তাহের বিরতি পাচ্ছে। একইদিনে লিভারপুলের বিরুদ্ধে খেলবে বোর্নমাউথ।

ক্রিফোস্পোর্টস/১৫সেপ্টেম্বর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল