Connect with us
ক্রিকেট

আজও চমক দেখানোর আশায় টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ড

লখনউর ভারতরত্ন স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ফিল্ডিংয়ে পাঠিয়েছেন স্কট এডওয়ার্ড

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে চমক দেখানো নেদারল্যান্ডস আজও জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ডাচরা। লখনউর ভারতরত্ন স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ফিল্ডিংয়ে পাঠিয়েছেন স্কট এডওয়ার্ড।

একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে কুশল মেন্ডিসের দল। অপরদিকে নেদারল্যান্ডসের একাদশ অপরিবর্তিত। আর কিছুক্ষণ পরেই মাঠে গড়াবে ম্যাচটি। বিশ্বকাপের ১৯তম ম্যাচ এটি। আর দুদলের চতুর্থ ম্যাচ এটি।

নেদারল্যান্ডস দল: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডে, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, লোগান ভ্যান বেক, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন।

শ্রীলঙ্কা দল: পাথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, চমিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দিলশান মাদুশঙ্কা, কাসুন রাজিথা।

আরও পড়ুন: চেনা রূপে ফিরছে অস্ট্রেলিয়া, পাকিস্তানের টানা দুই হার

ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৩/এমটি/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট