Connect with us
ফুটবল

রহস্যে ঘেরা ৮ স্বর্ণের আংটি হাতে মেসি

স্বর্ণের আংটি হাতে মেসি। ছবি- গুগল

সব কল্পনার অবসান ঘটিয়ে অষ্টম বারের মতো ব্যালন ডি অরকে নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ফুটবলের প্রেস্টিজিয়াস এই পুরস্কার জেতার পরেই আর্জেন্টাইন এই কিংবদন্তির হাতে স্বর্ণখচিত আটটি আংটি পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নতুন করে ভক্তদের মনে কৌতুহলের জন্ম দিয়েছে।

ফুটবল ইতিহাসে সর্বোচ্চ সাতবার ব্যালন ডি অর নিজের দখলে রেখেছিলেন মেসি। অষ্টমবার এই খেতাব জিতে নিজেকে এক অন্যান্য পর্যায়ে নিয়ে গিয়েছেন তিনি।

মেসির এমন অর্জনকে সম্মান জানিয়ে ফুটবলের সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস মেসির হাতে আটটি সোনার আংটি পরানো ছবি পোস্ট করেছে। ১৯৯৬ সালে প্রয়াত বলিভল (এনবিএ) কিংবদন্তি রাসেলের প্রতিও এভাবে শ্রদ্ধা জানিয়েছিল আ্যডিডাস। আমেরিকান স্পোর্টস আইকন রাসেলের ফটোশ্যুটের মতো মুখে হাত দিয়ে একই পোজ দিয়েছেন এলএমটেন।

সংবাদমাধ্যম ‘দারিও এএস’ বরাত দিয়ে জানা গেছে, মেসিকে দেওয়া প্রতেকটি রিংয়ে ব্যবহার করা হয়েছে ১৪-ক্যারেটের সোনা। যা মেসির আটটি ব্যালন ডি অরকে নির্দেশ করছে। বছর শেষে এই আংটিগুলো নিলামে তোলা হবে। পরে মেসি ও অ্যাডিডাসের মাধ্যমে দাতব্য সংস্থার হাতে তুলে দেওয়া হবে।

এছাড়াও মেসির সম্মানে বিশেষ বুটও এনেছে আ্যডিডাস। যে বুটের নাম রাখা হয়েছে ‘এল ওলসো’। বিশেষভাবেব মেসির স্বাক্ষর ও সোনালী রঙের মিশ্রণে ডিজাইন করা হয়েছে বুটটি। একইসাথে ব্যালনের সংখ্যার সমান ৮টি ফুটবলের প্রতিকৃতি বসানো হয়েছে বুটের ওপর।

আরও পড়ুন: মেসির হাতেই ব্যালন ডি অর

ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২০২৩/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল