Connect with us
ক্রিকেট

চেন্নাইয়ের বিমান ধরলেন মুস্তাফিজ, খেলতে পারেন আগামীকালের ম্যাচ

Mustafiz took the plane to Chennai, can play tomorrow's match
চেন্নাইয়ের পথে উড়াল দিয়েছেন মুস্তাফিজ। ছবি- সংগৃহীত

সানরাইজার্স হায়দরাবাদ বিপক্ষে মুস্তাফিজের অনুপস্থিতি বেশ ভালোই ভুগিয়েছে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে। দলের অন্যতম সেরা পেসারের অনুপস্থিতে চেন্নাই সুপার কিংসের বোলিং ছিল একেবারে ছন্নছাড়া৷ এবার চেন্নাইয়ের বোলিং নিয়ে দূর হচ্ছে দুশ্চিন্তা। দলের সাথে যোগ দিচ্ছেন আইপিএলে এ মূহুর্তে দুর্দান্ত ফর্মে থাকা মুস্তাফিজুর রহমান।

আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছেন মুস্তাফিজ। আগামীকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই জার্সি গায়ে দেখা যেতে পারে তাকে।

এর আগে গত ২ এপ্রিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করতে বাংলাদেশে আসেন মুস্তাফিজ। আজ ফের চেন্নাইয়ের বিমান ধরেছেন তিনি৷ হয়তো মুস্তাফিজের হাত ধরে আরো জয়ের মুখ দেখবে চেন্নাই৷

চলতি আসরের প্রথম তিন ম্যাচ শেষে সর্বোচ্চ ৭ উইকেট নিয়ে উইকেট শিকারি বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান। তবে একটি ম্যাচে অনুপস্থিত থাকায় শীর্ষস্থান হারিয়েছেন তিনি৷ ফিজের সমান ৭ উইকেট নেওয়া মোহিত শর্মা ইকোনমিতে এগিয়ে থাকায় শীর্ষে ওঠে আসেন৷

তবে গতকাল তাদের দুজনকেই টপকে পার্পল ক্যাপ নিজের করে নিয়েছেন রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহাল।

আরও পড়ুন: বাটলারকে টি-টোয়েন্টির সেরা ওপেনার বলছেন সাঙ্গাকারা 

ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট