Connect with us
ক্রিকেট

আবাহনী জাতীয় দলের চেয়েও শক্তিশালী!

Abahani is stronger than the national team!
শান্তকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন খালেদ মাহমুদ। ছবি- সংগৃহীত

দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) অন্যতম ঐতিহ্যবাহী ও পুরোনো ক্রিকেট টুর্নামেন্ট। যদিও আগের মত সেই রমরমা অবস্থা এখন অনেকটাই কমে গেছে। এরপরও আবাহনী, মোহামেডানের মত বড় দলগুলো আগের সেই জৌলুশ বাঁচিয়ে রাখতে চান। আসরটিকে আরও জমজমাট করে তুলতে চান।

আজ মিরপুরে গণমাধ্যমের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন আবাহনীর বর্তমান কোচ খালেদ মাহমুদ সুজন। সেখানেই আবাহনীকে জাতীয় দলের চেয়ে শক্তিশালী বলে মন্তব্য করে বসেন বাংলাদেশের সাবেক এই অলরাউন্ডার। গণমাধ্যমকে সুজন জানান, ‘গতকালই শান্তকে হাসতে হাসতে বলেছি যে, তোর জাতীয় দলের চেয়ে আমার আবাহনী বেশি শক্তিশালী।’

বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ৯ ম্যাচ খেলে সবকটিতে জিতে টেবিল টপার সুজনের দল। অন্য দিকে সদ্য শেষ হওয়া লঙ্কানদের বিপক্ষে সিরিজে টাইগারদের যে লেজে গোবরে অবস্থা ছিল তাতে সুজনের এমন মন্তব্যকে অমূলক বলা যাবে না। সাথে জাতীয় দলের দায়িত্বের ব্যাপারে তিনি আগ্রহীও নন বলে উল্লেখ করেন বিশ্বকাপে জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্বে থাকা সুজন।

‘বাংলাদেশ ক্রিকেট দলে সমস্যা সমাধানে অনেক বড় বড় লোক আছে। তাই আমার মনে হয় না, আমি না থাকলে কোন সমাধান হবে না। জাতীয় দলের দায়িত্ব নিয়ে আমি আগ্রহীও নই। আমি হয়তো তেমন বড় কোনো কোচ না, আমার ক্রিকেট জ্ঞানও কম। কিন্তু আমারও তো সম্মান আছে। কিন্তু গত বিশ্বকাপে আমি আমার প্রাপ্য সম্মানটা পাইনি। বিশ্বকাপে আমি যা করেছি সেটা আমার ক্যারিয়ারে সঙ্গে যায় না বলে আমি মনে করি। তাই এমন কাজ করতে আমি আর আগ্রহীও নই।’

আরও পড়ুন: তবে কি আত্মসম্মান নিয়ে বিসিবি ছাড়তে চান সুজন?

ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট