Connect with us
ক্রিকেট

এলপিএলে ডাম্বুলা থান্ডার্সের বিদেশি আইকন মুস্তাফিজ

Mustafiz is the foreign icon of Dambulla Thunders in the LPL
আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দল ডাম্বুলা থান্ডার্সের বিদেশি আইকন ক্রিকেটার হয়েছেন মুস্তাফিজুর রহমান। নিলামের আগেই ডিরেক্ট সাইনিং থেকে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি।

আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডাম্বুলা কর্তৃপক্ষ। তারা জানায়, ‘বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে পরিচিত করে দিতে পেরে ডাম্বুলা থান্ডার্স গর্বিত। মুস্তাফিজের বিদ্যুতায়িত গতি এবং অপ্রতিরোধ্য আবেগের সঙ্গে গর্জন করতে প্রস্তুত হোন, থান্ডারস ভক্তরা!’

সম্প্রতি ডাম্বুলা ফ্রাঞ্চাইজির মালিকানা কিনে নেয় দুই বাংলাদেশির মালিকানাধীন ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। এরপর থেকেই প্রত্যাশা ছিল এই ফ্রাঞ্চাইজিতে বাংলাদেশিরা সুযোগ পাবেন। যার শুরুটা হলো মুস্তাফিজকে দিয়ে।

লঙ্কা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো খেলার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজুর রহমান। সম্প্রতি আইপিএলে দুর্দান্ত সময় পার করে এসেছেন তিনি। যদিও পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ হয়নি কাটার মাস্টারের।

এলপিএলের এবারের আসরেও ৫টি দল অংশগ্রহণ করবে। আগামী ২১ মে টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে। এবারের নিলামে ২৪ দেশের ৫০০ এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। যেখানে বাংলাদেশ থেকে রয়েছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ও তাসকিন আহমেদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ১ জুলাই থেকে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। আর ২১ জুলাই ফাইনালের মধ্য দিয়ে এর পর্দা নামবে।

এলপিএলের গত আসরের রানার্সআপ দল ছিল ডাম্বুলা থান্ডার্স। যদিও গতবার ফ্রাঞ্চাইজিটির নাম ছিল ডাম্বুলা অরা। তবে এবারের আসরে এটি ডাম্বুলা থান্ডার্স নামে মাঠ মাতাবে।

আরও পড়ুন: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: একনজরে পূর্ণাঙ্গ সূচি 

ক্রিফোস্পোর্টস/১৩মে২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট