Connect with us
ক্রিকেট

টাইগারদের উদ্দীপ্ত করতে ধর্মশালার গ্যালারিতে মুশফিকের বাবা

Mushfikur father in stadium
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে গ্যালারিতে বসে উৎসাহ দিচ্ছেন মুশফিকুর রহিমের বাবা

দেশ কিংবা বিদেশ যেখানেই বাংলাদেশের খেলা সেখানেই মুশফিকুর রহিমের বাবা। বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় ভক্তদের একজন তিনি। আর আজও বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে গ্যালারিতে বসে দলকে উৎসাহ দিচ্ছেন তিনি।

নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে খেলছে বাংলাদেশ। সাধারণত দেশের মাটিতে খেলা হলে গ্যালারিতে সবসময় একটি পরিচিত মুখ দেখা যায় যিনি হলেন মুশফিকুর রহিমের বাবা। তবে এবার খেলা হচ্ছে বিদেশের মাটিতে। তাই দেশের তুলনায় দর্শক অনেকটাই কম হয়েছে সেখানে।

কিন্তু সেখানেও বাংলাদেশ দলকে উৎসাহ দিতে মাঠে বসে খেলা দেখছেন মুশফিকুর রহিমের বাবা। এছাড়া গত বিশ্বকাপেও ইংল্যান্ডের মাঠে বসে বাংলাদেশের খেলা দেখেছিলেন তিনি। তাই উপস্থিতিতে কিছুটা হলেও উদ্দীপনা পাবে টাইগাররা।

টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। তিন পেসার নিয়ে আজ মাঠে বাংলাদেশ। এছাড়া দলে রয়েছেন ক্যাপ্টেন সাকিবসহ আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর ওপেনিং এ লিটনকে সঙ্গ দিতে দলে জায়গা করে নিয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।

গত ৫ই অক্টোবর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে ওডিআই বিশ্বকাপের ১৩ তম আসরে যাত্রা শুরু হয়। শুরু থেকেই কিছুটা দর্শক শূন্যতায় ভুগছে বিশ্বকাপ স্টেডিয়ামের গ্যালারিগুলো।

আরও পড়ুন: টস জিতে মাহমুদউল্লাহকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৩/এমটি/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট