Connect with us
ফুটবল

মেসিদের বিশ্বকাপ জেতানো কোচ এক ম্যাচের জন্য দুঃসংবাদ পেলেন

Crifo Scaloni
মেসিদের বিশ্বকাপ জেতানো কোচ স্কালোনি এক ম্যাচের জন্য দুঃসংবাদ পেয়েছেন

২০২২ বিশ্বকাপে মেসিদের বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনি। দীর্ঘদিনের শিরোপা খরা ঘোচানো কোচও এখন তাদের দেশে এক বড় তারকা। আছেন চলমান কোপা আমেরিকাতেও। কিন্তু হঠাৎই পেয়েছেন দুঃসংবাদ ও শাস্তি।

চলতি কোপা আমেরিকায় পরপর দুই ম্যাচে মাঝ বিরতির পর দল দেরিতে মাঠে নামায় শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে বিশ্বকাপ জেতা এই কোচকে। পেরুর বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার ডাগআউটে থাকতে পারবেন না লিওনেল স্কালোনি।

বাংলাদেশ সময় রবিবার সকালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন ‘কনমেবল’-এর ডিসিপ্লিনারি কমিশন শুক্রবার স্কালোনির শাস্তির কথা জানায়। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ থাকতে পারবেন না ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও।

এর আগে কানাডাকে ২-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে আর্জেন্টিনা। ওই ম্যাচে বিরতির পর কানাডা দল মাঠে নামতে প্রস্তুত থাকলেও আর্জেন্টিনা দল আসে মিনিট পাঁচেক পরে।

ম্যাচের পর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আর্জেন্টিনার শাস্তি দাবি করেন কানাডার কোচ। পরের ম্যাচে চিলিকে ১-০ গোলে হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে বিরতির পর দুই মিনিট দেরিতে মাঠে আসেন মেসি, ডি মারিয়ারা।

কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের অবশ্যই বিরতির পর সঠিক সময়ে মাঠে থাকতে হবে এবং প্রথমবার নিয়ম ভঙ্গ করলে সতর্ক করা হবে। দ্বিতীয়বার একই কাজ করলে পেতে হবে শাস্তি। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপের সেরা হতে পেরুর বিপক্ষে ড্র করলেই চলবে তাদের।

আরও পড়ুন: শুরু হলো নাটক ও রোমাঞ্চে ভরা ইউরোর দ্বিতীয় রাউন্ড

ক্রিফোস্পোর্টস/২৯জুন২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল