Connect with us
ফুটবল

কোপায় মাঠে নামলেই ৭০ বছরের রেকর্ড ভাঙবেন মেসি

Lionel Messi
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ইউরোর জমজমাট ফুটবলের ফাঁকেই শুরু হচ্ছে ল্যাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। ১৬ দল নিয়ে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে এবারের আসর৷ উদ্বোধনী ম্যাচেই কানাডার মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা৷ শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগের মেসির সামনে হাতছানি দিচ্ছে বেশ কিছু রেকর্ড৷

ইএসপিএনের খবরে বলা হয়েছে, আগামীকাল কানাডার বিপক্ষে মাঠে নামলেই ৭০ বছরের একটি অভিনব রেকর্ড ভাঙবেন মেসি৷ বর্তমানে কোপা আমেরিকার সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারের নাম চিলির গোলকিপার শাস্তিও লিভিংস্টোন৷ ১৯৫৩ সাল থেকে চিলির হয়ে ৩৪টি ম্যাচ খেলেছেন লিভিংস্টোন৷ কানাডার বিপক্ষে মাঠে নামলেই চিলির লিভিংস্টোনকে ছাড়িয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন মেসি৷

শুধু ম্যাচ নয়, গোলের হিসেবেও সেরা হওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে৷ কোপা আমেরিকায় এখন পর্যন্ত মেসির পা থেকে এসেছে ১৩ গোল৷ তবে ১৭ গোল নিয়ে কোপা আমেরিকায় যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হলেন আর্জেন্টিনার নরবের্তো মেন্ডেস ও ব্রাজিলের জিজিনিয়ো৷ কোপা আমেরিকার এবারের আসরে মাত্র ৫ গোল পেলেই সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে চলে যাবেন মেসি৷

আরো পড়ুন:

কাল কানাডার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, যেভাবে দেখবেন

সুপার এইটে আফগানিস্তানকে হারিয়ে ভারতের বড় জয়

২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে মারাকানায় ব্রাজিলে ১-০ গোলে হারিয়ে ক্যারিয়ারে প্রথম কোনো আর্ন্তজাতিক শিরোপা জিতে লিওনেল মেসি৷ শুধু শিরোপা নয়, একই আসরে হয়েছিলেন কোপা আমেরিকার সেরা খেলোয়াড়৷ আগামীকাল শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় যদি আবারও টুর্নামেন্ট সেরার কৃতিত্ব অর্জন করেন মেসি, তাহলে কোপা আমেরিকার ১০৮ বছরের ইতিহাসে তিনিই হবেন টানা দুই টুর্নামেন্টের সেরা ফুটবলার।

 

ক্রিফোস্পোর্টস/২০জুন২৪/টিএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল