আর মাত্র একটি রাতের অপেক্ষা। কারণ আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টায় পর্দা উঠবে কোপা আমেরিকার ৪৮ তম আসরের। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এবারের কোপার আসরটি আয়োজন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কাল আটলান্টার মার্সিডিস-বেঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনা-কানাডা ম্যাচের মধ্য দিয়ে শতবর্ষী এই টুর্নামেন্টটি শুরু হবে।
আসরটির বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রত্যাশা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। এর আগে সবশেষ দুই প্রস্তুতি ম্যাচেও জয় দিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজ শেষ করেছে আলবিসেলেস্তেরা। তাদের লক্ষ্য আসন্ন ৪৮ তম আসরেও শিরোপা নিজেদের ঘরে তোলা।
কাল মেসিদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে কানাডা। উত্তর আমেরিকার দেশটি ইতিহাসে প্রথমবারের মত শতবর্ষী এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। আর ইতিহাসে দ্বিতীয়বারের মত তারা আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে। এর আগে ২০১০ সালে প্রথম বার এক প্রীতি ম্যাচে আলবিসেলেস্তেদের বিপক্ষে খেলতে নেমে ৫-০ গোলে পরাজিত হয়েছিল কানাডা। ‘এ’ গ্রুপে কানাডা ছাড়াও মেসিদের বাকি দুই প্রতিপক্ষ চিলি ও পেরু।
উলেখ্য, এই কোপা আমেরিকা টুর্নামেন্টের সাথে মেসির বিশেষ সুখস্মৃতি জড়িয়ে আছে। কারণ দেশের হয়ে ২০২১ সালে এই টুর্নামেন্ট জয়ের মধ্য দিয়েই প্রথম শিরোপা জয়ের স্বাদ পান আর্জেন্টাইন দলপতি। ১৯৯৩ সালের পর সেবার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ দিনের শিরোপা খরা কাটে লিওনেল স্কালোনির শিষ্যদের। পরে ২০২২ সালে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় দেশটি।
বিশ্বকাপের ফর্ম এখনো বজায় রেখেছে নীল-সাদারা। সোনালি ট্রফি জয়ের পরে খেলা ১৪ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হারের মুখ দেখেছে মেসি বাহিনী। ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আসন্ন কোপা আমেরিকাতেও শিরোপার অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। উরুগুয়ের সাথে যৌথভাবে সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নরা এবার সংখ্যাটা ১৬ তে নিয়ে যেতে চায়।
৪৮ তম কোপায় কনমেবলের ১০ দলের পাশাপাশি কনকাকাফের ছয় দল অংশ নিয়েছে। কনকাকাফ নেশন্স লিগ খেলে চারটি সেরা দলের একটি হওয়ার যোগ্যতা অর্জন করতে না পারায় পরে প্লে অফ খেলে আসরে জায়গা করে নেয় কানাডা।
আর্জেন্টিনা-কানাডা ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস চ্যানেলে। এছাড়া ফক্স স্পোর্টসেও ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে।
ক্রিফোস্পোর্টস/২০জুন২৪/এমএস
More in ফুটবল
-
৩৩ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন লিভারপুল ডিফেন্ডার
লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন সেই মে মাসেই। মৌসুম শেষে পাননি কোনো নতুন ক্লাব। তাই...
-
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র!
বর্তমান সময়ে ফুটবল মাঠের আক্রমণভাগের সেরা খেলোয়াড়ের তালিকা করলে সেরা তিনের মধ্যেই থাকবেন ব্রাজিল...
-
চোট থেকে রক্ষা পেতে ক্লাবগুলোর উচিত ফুটবলারদের বিশ্রাম দেওয়া
ব্যস্ত সূচির কারণে প্রায়শই দেখা যাই পুরো বছরই মাঠে নামতে হয় ফুটবলারদের। জাতীয় দল,...
-
রোনালদোর হোটেলে কর্মচারীদের বিশেষ সুবিধা
নিজের ক্লাব ক্যারিয়ারের একটা লম্বা সময় পার করেছেন রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই রিয়াল...
-
অ্যাগুয়েরোকে ৩২ লাখ ডলার দিতে অস্বীকার করছে বার্সা
বার্সেলোনার কাছে টাকা পাবে বলে অভিযোগ করেছেন আর্জেন্ট্নিার সাবেক ফুটবলার সার্জিও অ্যাগুয়েরো। ৩২ লাখ...
-
দুই বছরের মধ্যে শক্তিশালী দল নিয়ে হাজির হব : ব্রাজিল কোচ
অনেকদিন ধরেই ফুটবল মাঠে খারাপ সময় পার করছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লাতিনের ছোট...
-
ম্যাচ শেষে ‘ভেজা মাঠ’ ইস্যুতে যা বললেন মেসি
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক পরে ম্যাচ শুরু হয়। ভারী বর্ষণের কারণ মাঠে পানি...
-
এমবাপ্পেকে ছাড়াই গোল উৎসব করে জয় পেল ফ্রান্স
নেশন্স লিগে গতকাল (বৃহস্পতিবার) রাতে হাঙ্গেরিতে ইসরায়েলের বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স। এ ম্যাচে ইসরায়েলের...