Connect with us
ফুটবল

মেসি জাদুতে ফাইনালের টিকিট ১৩ লাখ টাকা!

mesi
আগামী রোববার লিগস কাপের ফাইনালে মাঠে নামবেন এই আর্জেন্টাইন জাদুকর। ছবি-সিএনএন

লিওনেল মেসি আসার পর থেকেই ফুটবল উন্মাদনা বেড়েই চলছে যুক্তরাষ্ট্রের ফুটবলে। পায়ের জাদু দিয়ে যুক্তরাষ্ট্রের অভিষেক আসরেই ইন্টার মায়ামিকে ফাইনালে তুলেছেন মেসি।

আগামী রোববার (২০ আগস্ট) সকাল ৭টায় লিগস কাপের ফাইনালে ন্যাশভিলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। সে ম্যাচের টিকিট নিয়েই কাড়াকাড়ি পড়ে গেছে যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রের দর্শকদের প্রবল আগ্রহের ফলে ফাইনাল ম্যাচের টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ টাকারও বেশি। এরপরও টিকিট পাচ্ছেন না ফুটবলপ্রেমীরা। মেসির জন্যই যে এ উন্মাদনা, তা বলার অপেক্ষা রাখে না।

যুক্তরাষ্ট্রের মাটিতে মেসির প্রথম ট্রফি জয়ের মুহূর্তটির সাক্ষী হওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইছেন না আমেরিকান ফুটবল ভক্তরা। তাই টিকিটের চাহিদা ভীষণভাবে বেড়ে গেছে।

দুই মাস আগে হওয়া ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের চেয়েও মেসির এ ফাইনালের টিকিটের দাম বেশি।

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কম দামের টিকিট ছিল ৭৭ দশমিক ৫০ ডলারের। ন্যাশভিল বনাম ইন্টার মায়ামি ফাইনালের সবচেয়ে কম দামের টিকিট মিলছে ৪৮৪ দশমিক ৪৫ ডলারে।
সবচেয়ে ভালো সিটগুলো বিক্রি হচ্ছে ১২ হাজার ৭৫ ডলারে!

তবে, আগামী রোববার ৩০ হাজার আসনের ‘জিওদিস পার্ক’ যে হাউসফুল থাকছে, সে বিষয়ে কোন সন্দেহ নেই।

আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে বুমরার নেতৃত্বে আজ মাঠে নামছে ভারত

ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল