Connect with us
ফুটবল

প্রীতি ম্যাচ খেলতে মেসিরা এখন এশিয়ায়

মেসি ও ডিপল। ছবি- গুগল

আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামতে এক মাসেরও বেশি সময়ের অপেক্ষা। এর ফাঁকে আর্জেন্টাইন এ মহাতারকাকে নিয়ে এশিয়া সফরে এসেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

১০ জুন সকালে চীনের বেইজিংয়ে পা রাখে আলভিসেলেস্তরা।

সফর সূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার-১৫ জুন বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মেসিরা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এদিন মেসিদের বরণ করতে বেইজিং বিমানবন্দরে দর্শকদের বড় একটি দল হাজির হয়। এ সময় দলের সঙ্গে ছিলেন আনহেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও নাহুয়েল মলিনাসহ অন্যান্য ফোটবলাররা।

প্রসঙ্গত, কয়েক দিন আগে সংবাদমাধ্যম মুন্দো জানিয়েছে, এ ম্যাচের জন্য প্রথম দফায় ছাড়া টিকিট মাত্র ১০ মিনিটেই শেষ হয়ে যায়। টিকিটের জন্য দাম নির্ধারণ করা হয় সর্বনিম্ন ৮২ ডলার থেকে সর্বোচ্চ ৬৮০ ডলার।

আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

ক্রিফোস্পোর্টস/১০জুন২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল