Connect with us
ফুটবল

ইউএস ওপেন কাপের সেমিফাইনালে আগামীকাল মাঠে নামবে মেসিরা

আগামীকালের সেমিফাইনাল সামনে রেখে কঠোর অনুশীলন করছে মেসিরা। ছবি-গুগল

মেসি আসার পরে এখন পর্যন্ত হারেনি ইন্টার মায়ামি। মায়ামির জার্সিতে মেসির খেলা সাতটি ম্যাচের প্রতিটাতেই গোল পেয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

এবার আরও একটি ফাইনালের হাতছানি ইন্টার মায়ামির সামনে। লিগস কাপ জিতে নিজেদের ইতিহাসের প্রথম ট্রফি পেয়ে মায়ামি এখন ভাসছে উৎসবে। সেই উৎসবের মাঝেও মেসিদের চোখ আরেকটি শিরোপার দিকে।

আগামীকাল ইউএস ওপেন কাপে অভিষেক হতে যাচ্ছে মেসির। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টায় ইউএস ওপেন কাপের সেমিফাইনাল খেলতে নামবে মেসির নেতৃত্বাধীন ইন্টার মায়ামি।

এই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ সিনসিনাটি এফসি। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিনসিনাটির ঘরের মাঠ টিকিউএল স্টেডিয়ামে। অর্থাৎ ইউএস ওপেন কাপের আগামীকালের ম্যাচ জিতলেই ফাইনালে উঠে যাবে মায়ামি। মেসির হাতে আরও একটি শিরোপার হাতছানি।

উল্লেখ্য, মেসি যোগ দেওয়ার আগেই মায়ামি এই টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছিল। যুক্তরাষ্ট্রে এখন যতগুলো ফুটবল টুর্নামেন্ট হয়, এর মধ্যে ইউএস ওপেন কাপ সবচেয়ে পুরনো। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন অনুমোদিত যত ক্লাব আছে, তার মধ্যে প্রায় ১০০টি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে। ১৯১৩-১৪ মৌসুমে প্রথম শুরু হয়েছিল এই টুর্নামেন্ট।

আরও পড়ুন : ছুটি শেষে অনুশীলনে ফিরেছেন মাহমুদুল্লাহ

ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল