Connect with us
ক্রিকেট

অবসরে গেলেন অস্ট্রেলিয়ার হয়ে ৭ বিশ্বকাপ জয়ী মেগ ল্যানিং

Meg Lanning
মেগ ল্যানিং। ছবি- সংগৃহীত

১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের আচমকা ইতি টানলেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার মেগ ল্যানিং। বলা যায়, স্বাস্থ্যগত সমস্যার কারণেই অবসরে গিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে ৭ টি বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার।  

৩১ বছর বয়সী ল্যানিং দলের অধিনায়ক হিসেবে জিতেছেন মোট ৫ টি বিশ্বকাপ। এর মধ্যে টি-টেয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ৪ টি, আর ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন ১টি। আর অস্ট্রেলিয়ার হয়ে মোট বিশ্বকাপ জিতেছেন ৭ বার।

গত ফেব্রুয়ারিতে দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে দলের হয়ে আর খেলেননি তিনি। দলের হয়ে ইংল্যান্ড সফরে ছিলেন না অপ্রকাশিত স্বাস্থ্যগত সমস্যার কারণে। পরে ফিট থাকা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলেননি। পরে অবশ্য উইমেন্স ন্যাশনাল ক্রিকেট লিগ খেলার মাধ্যমে আবার মাঠে ফেরেন ল্যানিং।

হঠাৎ অবসরে যাওয়া প্রসঙ্গে নারী দলের এই সাবেক অধিনায়ক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্তটা আমার জন্যে মোটেই সহজ ছিল না। কিন্তু আমার মনে হয়ে অবসরে যাওয়ার এটাই সঠিক সময়।’

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের হয়ে ল্যানিং মোট ম্যাচ খেলেছেন ২৪১ টি। সব মিলিয়ে করেছেন ৮ হাজার ৩৫২ রান। ৬ টেস্ট, ১০৩ ওয়ানডে এবং ১৩২ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ১৭ টি সেঞ্চুরি করেছেন মেগ ল্যানিং। ওয়ানডেতে এই সাবেক অধিনায়কের গড় ৫৩.২১।

আরও পড়ুন: লংকানদের মাত্র ১৭১ রানেই গুঁড়িয়ে দিল নিউজিল্যান্ড

ক্রিফোস্পোর্টস/০৯নভেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট