Connect with us
ফুটবল

রিয়াল মাদ্রিদের জার্সিতে শুরুটা আশানুরূপ হলো না এমবাপ্পের

crifo Mabeppe
রিয়াল মাদ্রিদের জার্সিতে শুরুটা আশানুরূপ হলো না এমবাপ্পের

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকটা দুর্দান্ত হয়েছিল এমবাপ্পের। লস ব্লাঙ্কোসদের হয়ে প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন তিনি। তবে লা লিগায় তার শুরুটা বেশ হতাশাজনক হয়েছে। তিন ম্যাচ খেলেও এখনো গোলের দেখা পাননি এই ফরাসি তারকা।

গত ১৫ আগস্ট উয়েফা সুপার কাপের ফাইনালে আটলান্টার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ দিয়েই রিয়ালের জার্সিতে অভিষেক হয় এমবাপ্পের। আটলান্টার বিপক্ষে শুরুর একাদশেই জায়গা করে নেন তিনি। ম্যাচের ৬৮তম মিনিটে লস ব্লাঙ্কোসদের হয়ে নিজের প্রথম গোলটিও করেন সাবেক পিএসজি তারকা।

রিয়ালের জার্সিতে এমবাপ্পের এমন দুর্দান্ত শুরুই প্রত্যাশা করেছিল ভক্ত-সমর্থকেরা। তবে অভিষেক ম্যাচে গোল পেলেও পরবর্তীতে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি এই তারকা। লা লিগায় টানা তিন ম্যাচ খেলে এখনো গোলের দেখা পাননি তিনি।

আরও পড়ুন:

» ফ্রেঞ্চ ওপেনের নতুন রাজা আলকারাজের এমন বিদায়!

» দুই ম্যাচে মাঠেই নামা হলো না বাংলাদেশের, সিরিজ পাকিস্তানের

লা লিগায় নিজের প্রথম ম্যাচে মায়ার্কোর বিপক্ষে পুরো সময় খেলে কেবল ৪টি শট নেন এমবাপ্পে। এরপর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৮৬ মিনিট খেলে ৪টি শট নিয়ে কোনো গোলের দেখা পাননি।

তৃতীয় ম্যাচে লাস পালমাসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মোট ৯টি শট নিয়েও কোনো গোলের দেখা পাননি এমবাপ্পে। তাছাড়া এখন পর্যন্ত কোনো বড় সুযোগও তৈরি করতে পারেননি তিনি। সবমিলিয়ে শুরুর ম্যাচগুলোতে বেশ হতাশ করেছেন এই ২৫ বছর বয়সী তারকা।

এদিকে লা লিগার নতুন মৌসুমের রিয়াল মাদ্রিদের শুরুটাও ভালো হয়নি। প্রথম তিন ম্যাচের দুটিতেই পয়েন্ট খুইয়েছে তারা। তিন ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৪/বিটি/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল