Connect with us
ফুটবল

এমবাপ্পের জোড়া গোলে ইউরোর মূলপর্বে ফ্রান্স

france sure to euro 2024
ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়েন এমবাপ্পে

একে একে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বেলজিয়াম পর্তুগাল। একই রাতে নেদারল্যান্ডসকে হারিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে ফ্রান্সও। জোড়া গোলে দলের জয় নিশ্চিত করেছেন পিএসজির স্টার ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

বাছাইপর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় ফ্রান্স। জোহান ক্রুইফ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের ৭ মিনিটের মাথায় জনাথন ক্লসের বাড়ানো ক্রসিং থেকে বল জালে পাঠান এমবাপ্পে। ম্যাচের ২৭ মিনিটে গোল শোধ করার বড় সুযোগ পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হয় জাবি সিমনস। আর গোলের দেখা না পাওয়ায় ১-০ তে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো দলকে এগিয়ে দেন এমবাপ্পে। বক্সের বাইরে থেকে শট নিয়ে দুর্দান্ত একটি গোল করেন তিনি। ফলে ২-০ তে পিছিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ম্যাচ শেষ দিকে ৮৩ মিনিটের মাথায় গোল পায় নেদারল্যান্ডস। তবে তখন অনেকটা দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে এমবাপ্পে বাহিনী।

গ্রুপ “বি” এর একমাত্র দল হিসেবে টানা ছয় ম্যাচে ছয়টিতেই জয় তুলে নিয়েছে ফ্রান্স। তাছাড়া এই জয়ের মধ্য দিয়ে ইউরো ২০২৪ এর মূল পর্বের টিকিটও নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

আরও পড়ুন: রোনালদো ঝলকে ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগাল

ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৩/এমটি/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল