Connect with us
ক্রিকেট

ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে অষ্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়

Maxwell
ম্যাক্সওয়েল। ছবি- সংগৃহীত

এ যেন মৃতকূপ থেকে বেঁচে ফিরলো অষ্ট্রেলিয়া। আফগানিস্তানের বিপক্ষে নিশ্চিত হারের মুখ থেকে জয় তুলে নিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে পেট কামিন্সের দল। আর অষ্ট্রেলিয়ার এই অবিশ্বাস্য জয়ের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল।

সেমির জায়গা পাকাপোক্ত করতে মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরুটা ভালোভাবেই করেন দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ। তবে দলীয় ৩৮ রানের মাথায় ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন গুরবাজ।

এরপর ম্যাচের হাল ধরেন আরেক ওপেনার জাদরান ও রহমত শাহ। মাঝারি সংগ্রহ করে একজনের পর একজন আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত সেঞ্চুরি করে ১২৯ রানে অপরাজিত ছিলেন
জাদরান। শেষের দিকে রশিদ খানের ১৮ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৯১ রানের পুজি পায় আফগানরা।

২৯২ রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে অজিরা। ৪ রানের মাথায়ই প্রথম উইকেট হারায় তারা। তবে এরপরই মারকুটে ভঙ্গিতে খেলতে থাকে ওয়ার্নার ও মিচেল মার্শ। কিন্তু এই দ্বৈরথ বেশিক্ষণ টিকতে পারেনি। ৪২ রানের মাথায় নবিন উল হক এর শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মিচেল মার্শ।

এরপরই শুরু হয় অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়। ১০০ রান তুলতেই ৭ উইকেট হারায় অজিরা। তখনই মনে হচ্ছিল নিশ্চিতভাবেই হেরে যাবে অস্ট্রেলিয়া। কিন্তু তখন মাঠে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাকে আউটের সুযোগও মিস করে আফগানরা। আর সেই সুযোগেরই সদ্ব্যবহার করেন ম্যাক্সওয়েল।

৮ম উইকেটে প্যাট কামিন্সের সঙ্গে ২০২ রানের জয়সূচক জুটি গড়েন। ম্যাক্সওয়েলও তুলে নেন নিজের ডাবল সেঞ্চুরি। ১৯ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় তুলে নেন অজিরা।

আফগানিস্তানের হয়ে ২ টি করে উইকেট তুলে নেন নবিন উল হক, আজমতুল্লাহ ওমরজাই ও রশিদ খান। আর অজিদের হয়ে জস হ্যাজেলউড ২ টি এবং স্টার্ক, ম্যাক্সওয়েল ও জাম্পা ১ টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২৯১/৫ (৫০ ওভার)

অষ্ট্রেলিয়া: ২৯৩/৭ (৪৬.৫ ওভার)

ফলাফল: অষ্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী

আরও পড়ুন: সুপার ওভারের নাটকীয় ম্যাচে পাকিস্তানকে হারালো বাংলাদেশের নারীরা

ক্রিফোস্পোর্টস/০৭নভেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট