Connect with us
ক্রিকেট

বিপিএলে শিরোপার লড়াইয়ে নেমে ‘অন্যরকম’ সেঞ্চুরি করলেন মাশরাফি

বিপিএলে অন্যরকম সেঞ্চুরি করলেন মাশরাফি
ইমরুল কায়েস ও মাশরাফি। ছবি- গুগল

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। এ ম্যাচের মধ্য দিয়েই পর্দা নামবে বিপিএলের নবম আসরের। এজকের ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলার নজির গড়েছেন নড়াইল এক্সপ্রেস। এছাড়া অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৬৪টি জয়ের রেকর্ডও ম্যাশের দখলে। শতকরা হিসেবে জয় হার ৬৪ দশমিক ৬৪ শতাংশ। আর এতেই বিপিএলের সবচেয়ে সফল অধিনায়কের তকমা এখন মাশরাফির।

এদিকে পঞ্চমবারের মতো অধিনায়ক হিসেবে বিপিএলের ফাইনাল খেলছেন তিনি। দেশসেরা এই অধিনায়ক আগে চার বার ক্যাপ্টেন হয়ে শিরোপা জিতেছিলেন। এর মধ্যে প্রথম দুই আসরে ২০১২ ও ২০১৩ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে শিরোপা জেতেন তিনি।

এরপর তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে হ্যাটট্রিক শিরোপা উঁচিয়ে ধরেন ম্যাশ। এরপর ২০১৭ সালে পঞ্চম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে চ্যাম্পিয়নের স্বাদ পান দেশসেরা এই অধিনায়ক।

এবার খেলোয়াড় হিসেবেও চলমান আসরে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন তিনি। খেলোয়াড় হিসেবে এখন পর্যন্ত বিপিএলে ১০৫ ম্যাচে বল হাতে ৯৭ উইকেট ও ব্যাট হাতে ৫৯৩ রান করেছেন ম্যাশ।

আরও পড়ুন: কুমিল্লাকে ১৭৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল সিলেট

ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট