Connect with us
ক্রিকেট

আফগানিস্তান সিরিজেও থাকছেন না মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি- গুগল

বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ সময় সময় নিরবেই থাকতে পছন্দ করেন। তাকে দলে রাখা নিয়ে সমর্থকদের কথার লড়াই, ক্রিকেটাঙ্গনে যতই উচ্চবাচ্য হয়েছে ঠিক ততটাই নিরব থেকেছেন তিনি। নির্ভরযোগ্য এ ব্যাটারের এখন সামর্থের প্রমাণ দেওয়ার কিছু নেই। টিম বাংলাদেশের অনেক ম্যাচজয়ী ইনিংসে তার অবদান রয়েছে। প্রচার বিমুখ মাহমুদউল্লাহ সব সময় নিরবেই থেকেছেন, সমালোচনার জবাব দিয়েছেন ম্যাচে পারফর্ম করে।

সম্প্রতি তার দলে জায়গা না পাওয়া নিয়েও যেন কোনো আক্ষেপ নেই। তার বিশ্বাস ব্যাট হাসলে ডাক আসবেই।

এদিকে নতুন খবর হলো-ক্রিকেট থেকে কিছু দিনের জন্য ছুটি নিয়েছেন মাহমুদউল্লাহ। জানা গেছে, পবিত্র হজ পালন করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি থেকে ছুটি নিয়েছেন তিনি। আগামী ২২ জুন হজ পালন করতে সৌদির উদ্দেশ্যে দেশ ছাড়বেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। হজ পালন শেষ করে আগামী ৫ জুলাই দেশে ফিরবেন।

আর এতেই অনেকটা স্পষ্ট হয়ে গেছে, আসন্ন আফগানিস্তান সিরিজেও দলে থাকছেন না মাহমুদউল্লাহ। কারণ ৫ জুলাই আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু আর সেদিনই তার দেশে ফেরার কথা।

তবে ঘরের মাঠে এ সিরিজে তার ফেরার সম্ভাবনা দেখেছিলেন অনেকে। সব শেষ আইরিশদের বিপক্ষে সাদা বলের ক্রিকেটেও দলে ছিলেন না তিনি।

অপরদিকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করেছে টাইগাররা। তবে এ অনুশীলনে নাকি মাহমুদউল্লাহর থাকার কথা ছিল না। ২৬ ক্রিকেটারের প্রি-সিরিজ ক্যাম্পে তার নাম নেই।

টেস্ট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ শুধু সাদা বলের ক্রিকেট খেলছেন। ধারণা করা হচ্ছে; আফগানদের বিপক্ষে ওয়ানডেতে দলে থাকার সফট সিগন্যাল পেলে ফেরার সূচি পরিবর্তন করতে পারেন তিনি। কিন্তু ২৬ ক্রিকেটারের প্রি-সিরিজ ক্যাম্পে তার নাম না থাকায় সে সম্ভাবনা অনেক কম।

প্রসঙ্গত, আগামী ১৪ জুন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে। এর আগে ১০ জুন ঢাকায় পা রাখবে রশিদ খানরা। পরে ঈদের পর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুদল। সিরিজ দুটি ৫ জুলাই শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে।

আরও পড়ুন: রোনালদোর আল-নাসরের প্রস্তাব ফিরিয়ে দিলেন জিদান

ক্রিফোস্পোর্টস/২৯মে২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট