Connect with us
ফুটবল

আর্সেনালকে দুইয়ে ঠেলে শীর্ষস্থান দখল করল লিভারপুল

Liverpool took the top spot by pushing Arsenal to two
শেফিল্ড ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়ে শীর্ষে ফিরল লিভারপুল। ছবি- সংগৃহীত

প্রিমিয়ার লিগে শীর্ষস্থান হারানোর ঠিক একদিন পর আবারও পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এলো ইংলিশ জায়ান্ট লিভারপুল। এর আগে পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়ায় মাত্র এক দিনের জন্য লিভারপুলকে দুইয়ে ঠেলে টেবিলের শীর্ষে উঠেছিল গানাররা। গতকাল রাতে শেফিল্ড ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়ে পুনরায় নিজেদের সিংহাসন দখলে নিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

৪ গোলের এই ম্যাচে অবশ্য চারটি গোলই এসেছে লিভারপুলের ফুটবলারদের পা থেকে। এর মধ্যে একটি আত্মঘাতী গোলও রয়েছে। ঘরের মাঠ এনফিল্ডে খেলতে নেমে ম্যাচের ১৭ মিনিটেই উরুগুইয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজের গোলে লিড পায় রেডসরা। প্রথমার্ধে কোনো দলই আর গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে অবশ্য সমতায় ফেরে শেফিল্ড।

৫৮ মিনিটের মাথায় ভুলবশত আত্মঘাতী গোল করে শেফিল্ডকে সমতায় ফেরাতে সাহায্য করেন রেডস খেলোয়াড় কনোর ব্রাডলি। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত সমতায় থাকার পর ৭৬ মিনিটে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। আর প্রতিপক্ষের কফিনে ৯০ মিনিটে শেষ পেরেক ঠুকেন কোডি গাকপো।

এই জয়ের মধ্য দিয়ে ৩০ ম্যাচ শেষে শীর্ষে থাকা ইয়ুর্গেন ক্লপের দলের পয়েন্ট দাঁড়ালো ৭০। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে মিকেল আর্তেতার আর্সেনাল টেবিলের দুই নম্বরে নেমে গেছে। আর সমান ম্যাচ খেলে ৬৭ পয়েন্ট নিয়ে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটি টেবিলের তিন নম্বরে অবস্থান করছে।

আরও পড়ুন: মেসির ১০ নম্বর জার্সিতে চোখ লামিন ইয়ামালের

ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল