Connect with us
ক্রিকেট

বন্যার্তদের সহায়তায় নিজের পুরস্কারের অর্থ দিয়ে দিলেন লিটন

Crifo Liton Das
এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার জেতেন লিটন দাস

বাংলাদেশ দল যখন পাকিস্তানকে টেস্টে হারিয়ে ইতিহাস গড়েছে, তখন দেশের মানুষ লড়ছে ভয়াবহ বন্যার বিরুদ্ধে। নিজের দেশের এমন পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষদের পক্ষে সামজিক মাধ্যমে নিজেদের সহমর্মিতা জানিয়েছিলেন ক্রিকেটাররা। আর্থিকভাবেও পাশে দাঁড়াচ্ছেন অনেকে। ম্যাচ জয়ের পর ব্যক্তিগত পুরস্কার ডোনেট করেছেন মুশফিক। পরে যুক্ত হয়েছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস।

মুশফিকুর রহিম ও লিটন দাস অর্থ দেওয়ার ঘোষণা দেন ম্যাচ জয়ের প্রাপ্ত পুরস্কার হাতে পাওয়ার সাথে সাথে। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে নিজ নিজ প্রাপ্য পুরস্কার বন্যার্তদের সহায়তা দিয়েছেন তারা। শুরুটা করেছেন ম্যাচসেরা লিটল মাস্টার বাংলাদেশ দলের উইকেটরক্ষক মুশফিক। পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে প্রথমবার পাওয়া জয়ের ম্যাচে সব থেকে বড় অবদান তারই, খেলেন ১৯১ রানের ইনিংস তাই নিশ্চিতভাবেই ম্যাচসেরা হন মুশফিক।

পাকিস্তানকে ১০ উইকেটে হারানোর পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে বাড়তি সময় নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান, সাথে সাথে অর্থ সহায়তা দেওয়ার ও ঘোষণা দেন মুশফিক। এরপর ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার জেতেন লিটন দাস। তিনিও একই পথ অনুসরণ করেন।

আরও পড়ুন:

» যে কারণে ভুটানের ক্লাবের হয়ে খেলা হলো না সাবিনার!

» শান্তর বিশ্বাস, পাকিস্তানে দ্বিতীয় টেস্টও জিতবে বাংলাদেশ

এর আগেই অবশ্য বিসিবি থেকে ঘোষণা আসে, বিসিবির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কোটি টাকার অনুদানের

তবে প্রতিপক্ষকে প্রথমবার টেস্টে হারানোর মুহূর্তটা মন খুলে উদযাপন করতে পারছেন না লিটন। তার মন বন্যার্তদের জন্য কাঁদছে বলে জানিয়েছে তিনি। ম্যাচ শেষে লিটন সামাজিক মাধ্যমে লিখেছেন,‘ পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমত উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে।’

নিজের অর্থ দেওয়ার পাশাপাশি অন্যদেরও বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে লিটন লিখেছেন, আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেবার ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন, তারা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।

ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৪/এএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট