Connect with us
ফুটবল

বিশ্ব জয়ের স্বপ্নভঙ্গ খুদে মেসিদের, ফাইনালে জার্মানি

argentina vs germany u17 world cup
আর্জেন্টিনা যুবাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করে ফাইনালে জার্মানি। ছবি- গুগল

স্বপ্ন জয়ের পথে খুব কাছে থেকেও হোচট খেল খুদে মেসিরা। চলমান অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে জার্মানির কাছে হেরে সেমির মঞ্চে বিশ্ব জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে খুদে মেসিদের। শেষ মুহূর্তের পাল্টা-পাল্টি গোলে সমতা—শেষে টাইব্রেকারের গড়ায় ম্যাচের ভাগ্য। আর এতেই আর্জেন্টিনা যুবাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করে ফাইনালে পৌঁছে যায় জার্মানি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ইন্দোনেশিয়ার মাটিতে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।

এদিন ম্যাচের প্রথমার্ধে তরুণ তুর্কি ফ্যাবিয়ান রবার্তোর জোড়া গোলে ২-১ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠে জার্মান তরুণরা। ম্যাচের ৫৮ ও ৬৯ মিনিটে পর পর দুই গোলে আর্জেন্টিনার স্বপ্ন রুখে দেয় জার্মানি।

ম্যাচের শুরুতে ৯ মিনিটে আর্জেন্টিনার জালে বল পাঠায় জার্মানি। জোসুয়া ব্রুনার গোলে শুরুতেই এগিয়ে যায় জার্মান যুবারা। ম্যাচের ৩৬ মিনিটে জার্মান দূর্গ ভেঙে আর্জেন্টিনাকে সমতায় ফেরায় তরুণ তুর্কি ফ্যাবিয়ান রুবার্তো। এরপর ৪৫ মিনিটে তার পা থেকেই আরেকটি গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ্ব শেষ করে আকাশী নীলরা।

তবে ম্যাচের ৫৮ মিনিটে জোসুয়া ব্রুনার গোলে সমতায় ফেরে জার্মানি। ৬৯ মিনিটে ম্যাক্স মোরস্টেড আর্জেন্টিনার প্রতিরোধ ভেঙে দিয়ে গোল আদায় করে নিলে আলবি সেলেস্ত যুবাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটে ফ্যাবিয়ান রুবার্তোর তৃতীয় গোলে রক্ষা পায় আর্জেন্টিনা। স্কোর তখন ৩-৩।

শেষে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। এতে ৪-২ গোলে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।  দাপুটে জয়ে ফাইনাল নিশ্চিত করে শেষ হাসি হাসল জার্মান যুবারা।

এর আগে গত শুক্রবার শেষ আটের লড়াইয়ে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনার যুবারা। এদিন ‘জুনিয়র মেসি’ উপাধি পাওয়া ক্লাদিও এচেভেরির হ্যাট্রিকে উড়ে যায় ব্রাজিল।

অপরদিকে শক্তিশালী স্পেনকে হারিয়ে সেমিফাইনালে পা দিয়েছিল ইউরোপীয় পরাশক্তি জার্মানরা।

আরও পড়ুন: গ্রুপসেরা হয়েই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে আল-নাসর

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল