Connect with us
ফুটবল

গ্রুপসেরা হয়েই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে আল-নাসর

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দশ জনের দল নিয়ে পার্সেপোলিসের সাথে গোলশূন্য ড্র করে রোনালদোর আল-নাসর। নিজেদের খেলা প্রথম চার ম্যাচে টানা জয় পেলেও পঞ্চম ম্যাচে ইরানি ক্লাবের সাথে পয়েন্ট ভাগ করতে হল এই সৌদি ক্লাবকে। তবে ড্র করেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে আল-নাসর।

সোমবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে রিয়াদের আল আউয়াল পার্কে মুখোমুখি হয় দুদল। জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় রোনালদোর ক্লাবকে। অন্যদিকে পার্সেপোলিস এই ম্যাচ থেকে প্রাপ্ত এক পয়েন্টের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপে দ্বিতীয় অবস্থানে থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে।

ম্যাচের শুরু থেকে আক্রমণে ওঠে আল-নাসর। এতে করে খেলার দ্বিতীয় মিনিটেই বক্সের ভেতর রোনালদোকে ফাউল করলে পেনাল্টি পায় এই সৌদি ক্লাব। তবে প্রতিপক্ষের আবেদনের প্রেক্ষিতে রেফারি রিপ্লে দেখে পরবর্তীতে পেনাল্টি বাতিল করে দেন। ফলে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ হারায় রোনালদোরা।

উল্টো ম্যাচের ১৭ মিনিটে আলী লাজামি লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় আল-নাসর। এতে করে পার্সেপোলিসের সুযোগ তৈরি হয় নাসরকে চাপে রাখার। সমান তালে আক্রমণ করে যায় দুদল। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। তাই গোলশূন্য ব্যবধানে বিরতিতে যেতে তারা।

Nassr's Portuguese forward #07 Cristiano Ronaldo tells the referee that there was no foul and no need for a penalty during the AFC Champions League Group E football match between Saudi's al-Nassr and Iran’s Persepolis at the Al-Awwal Stadium in Riyadh on November 27, 2023. (Photo by Fayez NURELDINE / AFP)

দ্বিতীয় আর্ধে আক্রমণের ধার বাড়ায় দুইদল। ম্যাচের ৫৩ মিনিটে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন জাহেদি। তবে সেই গোলটি বাতিল হয় অফসাইডের ফাঁদে। এতে করে দ্বিতীয় আর্ধের শুরুতেই এগিয়ে যাওয়া হয়নি পার্সেপোলিসের। ৫৭ মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে ঘুরে জোড়ালো শট করেন রোনালদো। তবে বল পোস্টের কিছুটা বাইরে দিয়ে চলে গেলে এবারও লিড নেয়া হয়নি আল-নাসরের।

দ্বিতীয় আর্ধের শুরুতে ঘাড়ে চোট পেয়েছিলেন রোনালদো। ব্যথা নিয়েই খেলা চালিয়ে যান তিনি। তবে অস্বস্তি বোধ বোধ করলে ৭৮ মিনিটে মাঠ ছেড়ে উঠে যান এই পর্তুগীজ তারকা। পরবর্তীতে উভয় দল গোলের সুযোগ পেয়েও ফিনিশিং করতে না পারায় গোলশূন্য ব্যবধানে শেষ হয় ম্যাচ।

চলতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো জয় বঞ্চিত হলো রোনালদোর আল-নাসর। তবে নিজেদের খেলা পাঁচ ম্যাচে ৪ জয় ও ১ ড্রতে গ্রুপ-‘ই’ এর শীর্ষে থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করল এই সৌদি ক্লাব। অপরদিকে সমান ম্যাচ খেলে ২ জয় ও ২ ড্র নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে পার্সেপোলিসও।

আরও পড়ুন: ব্রাজিলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন হোসে মরিনহো

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৩/এফএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল