Connect with us
ক্রিকেট

‘অভিনয়’ করলেন কোহলি, কী বার্তা দিলেন রিজওয়ানকে?

‘অভিনয়’ করলেন কোহলি

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন নাটকীয়তায় ঠাসা একটা ছোট গল্প। তবে বিশ্বকাপ হলে তো উত্তেজনার পারদ আরও তুঙ্গে থাকে—হলোও তাই। ভারতের মাটিতে চলমান ওয়ানডে বিশ্বকাপে এই একটি ম্যাচ ঘিরে কতই না আয়োজন হলো—লাখো দর্শকের আহমেদাবাদ স্টেডিয়ামে ছিল না তিল ধারণের ঠাঁই। হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে মাঠ ও মাঠের বাইরে উত্তেজনা তুঙ্গে থাকলেও বড় ব্যবধানেই ম্যাচটি জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে উত্তেজনাপূর্ণ এ ম্যাচে একটি বিষয় ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

শনিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নেমে প্রথম বল খেলার আগে গার্ড নিতে বেশ কিছুটা সময় নিচ্ছিলেন পাকিস্তানের ব্যাটার মোহাম্মাদ রিজওয়ান। এতে সময়ও নষ্ট হচ্ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে নিয়ম অনুযায়ী শাস্তি পেতে হতো ভারতকে। তাই রিজওয়ানকে অভিনবভাবে তাড়া দিয়েছেন ভারতের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি। সেই ঘটনার ভিডিওই পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

কী করেছিলেন কোহলি?

রিজওয়ান ব্যাট করতে নেমে ভারতের ফিল্ডারেরা কে কোথায় দাঁড়িয়ে আছেন, তা দেখছিলেন কিছুক্ষণ সময় নিয়ে। এতে নষ্ট হচ্ছিল সময়। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ৫০ ওভার বোলিং শেষ করতে হয়। পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটারকে সময় নষ্ট করতে দেখে তাকে তাড়া দেন বিরাট। তবে সরাসরি কিছু বলেননি ভারতের সাবেক এই অধিনায়ক। তিনি বার বার হাতের ঘড়িতে সময় দেখার অভিনয় করছিলেন। রিজওয়ানকে বোঝাতে চান বেশি সময় নষ্ট হচ্ছে।

এ ঘটনাটি দূর থেকে দেখে মনে হচ্ছিল—কোহলি সত্যিই হাতে ঘড়ি দেখছেন। কিন্তু বাস্তবে তার হাতে কোনও ঘড়ি ছিলই না। কোহলির নিখুঁত অভিনয় ধরতে পারেননি রিজওয়ান। তিনি তাড়াতাড়ি ব্যাট করার জন্য প্রস্তুত হয়ে যান।

ম্যাচটি শেষ পর্যন্ত ৭ উইকেটে জিতে নেয় ভারত। শুরুতে ব্যাট করে ১৯১ রানে থামে পাকিস্তানের রানের চাকা। জবাবে ৩ উইকেট হারিয়ে ৩১তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় কোহলি-রোহিতরা।

আরও পড়ুন: হারের পর আইসিসির সমালোচনা করলেন পাকিস্তানের টিম ডিরেক্টর

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর/এসএ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট