Connect with us
ক্রিকেট

রাতে মুখোমুখি হচ্ছে কেকেআর-দিল্লি: দেখা হবে লিটন-মুস্তাফিজের?

লিটন মুস্তাফিজ
লিটন দাস খেলছেন কলকাতার হয়ে আর ‍মুস্তাফিজ খেলছেন দিল্লিতে (ছবি- কেকেআর ও দিল্লির ফেসবুক পেইজ)

বেশ ঘটা করে প্রথমবারের মতো আইপিলে পা দিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন কুমার দাস। কিন্তু দেখতে দেখতে ৫টি ম্যাচ খেলে ফেলেছে কলকাতা, তবু একাদশে দেখা মেলেনি লিটনের। এতে ভক্তদের তারণা, শুধু কেকেআর এর ফেসবুক পাতায় নয়, মাঠেও দেখতে চান।

অপরদিকে টাইগার কাটার মাস্টার মুস্তাফিজ এবারের আসরে ইতোমধ্যে দিল্লির হয়ে দুই ম্যাচে মাঠে নেমেছেন। তবে নিজের নামের সুবিচার করতে পারেননি।

এদিকে বৃহস্পতিবার রাত ৮টায় নিজেদের ৬ষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে দুই টাইগারের দেখা হওয়ার সম্ভাবনাও ক্ষীণ।

ফিজের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। সর্বশেষ বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে কোনো উইকেট না পেলেও ৩ ওভারে ৪১ রান দিয়েছেন মুস্তাফিজ। সেই ম্যাচটা দিল্লি হেরেও গেছে। শুধু তাই নয়, টানা ৫ ম্যাচের সবকটি হেরেছে মুস্তাফিজের দল।

তবে এ ম্যাচে লিটনকে দলে নিতেই পারে কলকাতা। কারণ, ওপেনিং নিয়ে বেশ ঝামেলা পোহাচ্ছে দলটি। আফগান ওপেনার গুরবাজে আর ভরসা পাচ্ছে না কেকেআর। শেষ তিন ম্যাচে মাত্র ২৩ রান করেছেন গুরবাজ। যদিও গুরবাজ বাদ পড়া মানেই লিটনের সুযোগ নিশ্চিত নয়। কেননা বিদেশি কোটায় সাকিবের রিপ্লেস জেসন রয়কে খেলাতে পারে দলটি।

এটা হলে আরও একটি ম্যাচে দর্শক থাকতে হবে লিটনকে। তবে বাংলাদেশি এই ওপেনারকে না নামিয়ে কড়া সমালোচনা সইছেন কলকাতার নীতিনির্ধারকরা। কেননা চার ছক্কার এ ফরম্যানে লিটনও ফর্মে আছেন।

আরও পড়ুন: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাক যুবারা, একনজরে ম্যাচ সূচি

ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট