Connect with us
অন্যান্য

এশিয়ান স্কুল দাবায় স্বর্ণ জয় করলেন বাংলাদেশের খুশবু

KHUSBU Gold

উজবেকিস্তানের তাসখন্দে চলমান এশিয়ান স্কুল চ্যাম্পিয়নশিপ স্ট্যান্ডার্ড দাবায় সুখবর দিয়েছেন খুদে দাবাড়ু ওয়ারসিয়া খুশবু। বালিকা অনূর্ধ্ব-১১ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার খুশবু স্বর্ণপদক জিতেছেন। এবারের আসরে খুশবুর এটা দ্বিতীয় পদক। র‌্যাপিড দাবায় রূপা জিতেছে গত শুক্রবারে।

গতকাল তাসখন্দে স্ট্যান্ডার্ড দাবার নবম রাউন্ড অনুষ্ঠিত হয় স্বর্ণপদকের লড়াইয়ে কাজাখস্তানের এবিলেকিযি বিবিসারার সঙ্গে সমান পয়েন্ট পায় খুশবু। পরে টাইব্রেকিং পদ্ধতিতে সোনা জেতে সাউথ পয়েন্ট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

এর আগে ২০১৮ ও ২০১৯ সালে দুটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে ৩টি স্বর্ণ ও একটি রৌপ্যপদক অর্জন করেছিল খুশবু।

এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১১ (বালিকা) বিভাগে ১০টি দেশের ২২ খেলোয়াড় অংশগ্রহণ করে। সব মিলিয়ে এই টুর্নামেন্টে বয়সভিত্তিক ৭টি ক্যাটাগরিতে এশিয়ার ১৭টি দেশের ৩২৪ জন দাবাড়ু অংশ নিয়েছে।

স্কুল পর্যায়ে, জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে খুশবুর। মাত্র ১০ বছর বয়স থেকে বাংলাদেশের দাবা অঙ্গনে এক পরিচিত নাম খুশবু। বয়স বাড়ার সাথে সাথে আন্তর্জাতিক অঙ্গন থেকেও আনছেন সাফল্য।

আরও পড়ুন: প্রথমবার এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশর মেয়েরা

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য