Connect with us
ফুটবল

ইতিহাস সেরা ফুটবলারকে কোচিং করানো আমার সৌভাগ্য

পিএসজি কোচ ক্রিস্টাফ গালতিয়ের ও লিওনেল মেসি। ছবি- গুগল

আগামী রবিবার ৪ জন পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন বিশ্ব সেরা ফুটবলার লিওনেল মেসি। ফরাসি এ ক্লাবের কোচ ক্রিস্টাফ গালতিয়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে পিএসজি কোচ গালতিয়ের বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এ খেলায়াড়টিকে কোচিং করানোর সৌভাগ্য আমার হয়েছে।

এদিকে লিগ ওয়ানের শেষ ম্যাচে বাংলাদেশ সময় রবিবার রাত ১টায় ক্লেরমন্ট ফুটের মুখোমুখি হবে পিএসজি। যদিও এর আগেই লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছে ফরাসি জায়ান্টরা। রবিবার রাতের ম্যাচটি মূলত নিয়ম রক্ষার। তবে মেসির বিদায়ের কারণে এ ম্যাচ এখন অন্যরকম গুরুত্ব পাচ্ছে।

এ বিষয়ে পিএসজি কোচ গালতিয়ও আশা করছেন, ওই ম্যাচে উষ্ণ অভ্যর্থনাই পাবেন মেসি।

অপরদিকে লিগ ওয়ানে শিরোপা জয়ে বড় অবদান ছিল আর্জেন্টাইন এ কিংবদন্তির। বিদায়ের আগে ক্লাবটির হয়ে মেসি ২১টি গোল করেছেন, এছাড়া ২০টি অ্যাসিস্ট ছিল তার। শেষ ম্যাচে এই সংখ্যাটা আরও বাড়তে পারে।

বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের পিএসজি অধ্যায় সমাপ্ত হলেও নতুন গন্তব্য নিয়ে রহস্যই থেকে গেল। তবে যেহেতু পরশু বিদায়ী ম্যাচ, তাই মেসি ভক্তরা খুব দ্রুতই নতুন গন্তব্যের খবর জানতে পাড়ছেন, এমন প্রত্যাশা করতেই পারেন।

এদিকে মেসিকে পেতে রীতিমতো লড়াই শুরু করছে কয়েকটি ক্লাব। এরমধ্যে অন্যতম যেখান থেকে লিও হয়েছেন কোটি ফুটবল ভক্তের মেসি, সেই বার্সেলোনা এবার ঘরের ছেলেকে ঘরে ফেরাতে আটঘাট বেধে নেমেছে।

উল্টো দিকে অর্থের পাহাড় নিয়ে হাজির হয়েছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল। তবে মেসি কোথাও যাবেন তা নিজেই ঠিক করবেন। সৌদির পর্যটন দূত হিসেবে দেশটির প্রচারে সামিল হলেও, ফুটবলে মেসির আতুড়ঘর ইউরোপ।

আরও পড়ুন: মেসিকে পেতে যে প্রস্তাব নিয়ে মিয়ামির দরজায় বার্সা

ক্রিফোস্পোর্টস/১জুন২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল