Connect with us
ক্রিকেট

আইপিএল ফাইনাল: বৃষ্টি বাধায় ম্যাচ গড়ালো রিজার্ভ-ডে তে

আইপিএলের ফাইনালে বৃষ্টির বাধা। ছবি- গুগল

রবিবার রাত ৮টায় ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আইপিএলের ফাইনাল ম্যাচ। তবে ম্যাচ শুরুর আগে বেরসিক হলো বৃষ্টি। শুধু বৃষ্টিই নয়, বজ্রয়াসহ ঝুম বৃষ্টিতে স্টেডিয়াম পরিণত হয়েছিল ছোটখাট একটা পুকুরে।

এদিন মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেও বৃষ্টি না থামায় চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানসের শিরোপা নির্ধারণী ম্যাচটি গড়ায় রিজার্ভ-ডে তে।

এদিন টস পর্যন্ত করা যায়নি। আজ সোমবার রাত ৮টায় ফাইনাল মাঠে গড়াবে।

এদিকে রবিবার অন্তত ৫ ওভারের ম্যাচ খেলার জানা জন্যও সময় নির্ধারিত ছিল বাংলাদেশ সময় রাত ১২টা ৩৬ মিনিট পর্যন্ত। কিন্তু ততক্ষণে বৃষ্টি থামলেও মাঠ প্রস্তুত করা সম্ভব না হওয়ায়, ম্যাচটি রিজার্ভডে তে নিয়ে যান আম্পায়াররা।

আজও বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে শিরোপা কার?

আজ রিজার্ভ-ডে তেও যদি বৃষ্টিতে ম্যাচ মাঠে না গড়ায়, তাহলে ফাইনাল পরিত্যক্ত ঘোষণা করা হবে। এছাড়া লিগে নিজেদের সব ম্যাচ মিলে ফাইনালিস্ট যে দলের পয়েন্ট বেশি থাকবে তারাই জিতবে শিরোপা। এবার দেখার বিষয় গুজরাট তৃতীয় শিরোপা ঘরে তুলবে নাকি পঞ্চম শিরোপা জিতবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।

তবে মাঠের লড়াই দেখতেই সবাই মুখিয়ে আছেন।

আরও পড়ুন: এবারের আইপিএলে আশ্চর্যজনক ঘটনা, ফাইনালে বিশাল অঙ্কের প্রাইজমানি

ক্রিফোস্পোর্টস/২৯মে২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট