
চলতি আইপিএলের লিগ পর্বে তিন ভাগে দুই ভাগ ম্যাচ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। তবে এখনো টুর্নামেন্ট থেকে বাদ পড়েনি কোনো দল। কাগজে-কলমে এখনো টিকে আছে ১০টি দল। তাই শেষদিকে এসে জমে উঠেছে প্লে-অফে ওঠার লড়াই।
আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ৪৮টি ম্যাচ সমাপ্ত হয়েছে। বাকি রয়েছে ২২টি। আর এই ম্যাচগুলো দিয়ে দলগুলোর ভাগ্য নির্ধারিত হবে এবং প্লে-অফে ওঠার টিকিট পাবে ৪টি দল।
একনজরে দেখে নেওয়া যাক প্লে-অফের দৌড়ে কে কোথায়?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখনো তাদের বাকি আছে ৪টি ম্যাচ। এই চার ম্যাচের মধ্যে দু’টি ম্যাচে জয় পেলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে বিরাট কোহলিদের। আর তিনটিতে জয় পেলে শীর্ষ দুইয়ে থাকতে পারবে দলটি। তবে একটি জয় পেলেও প্লে-অফ নিশ্চিতের সুযোগ থাকবে। সেক্ষেত্রে সমীকরণ মেলাতে হবে কোহলিদের।
মুম্বাই ইন্ডিয়ান্স
১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমদিকে হারতে থাকা দলটি শেষ পাঁচ ম্যাচে টানা জয় নিয়ে দারুণভাবে ঘুরে দাড়িয়েছে। আসরে নিজেদের বাকি চার ম্যাচের মধ্যে তিনটি জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে হার্দিক পান্ডিয়াদের। তবে সবগুলো জিতে নিলে শীর্ষ দুইয়ে থাকবে তারা। এছাড়া দু’টি জিতলেও বিভিন্ন সমীকরণ মিলিয়ে প্লে-অফে ওঠার সুযোগ থাকবে পাঁচ বারের চ্যাম্পিয়নদের।
আরও পড়ুন:
» সাকিব ও সোহাগ গাজীর বিরল কীর্তিতে নাম লেখালেন মিরাজ
» আগামী মাসে পাকিস্তান সফর, প্রকাশিত হলো সিরিজের সময়সূচি
গুজরাট টাইটান্স
৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে গুজরাট টাইটান্স। এখনো তাদের বাকি আছে পাঁচটি ম্যাচ। এর মধ্যে তিনটি জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে দলটির। আর চারটি জিতলে শীর্ষ দুইয়ের মধ্যে শেষ করতে পারবে তারা। এছাড়া দু’টি জিতলেও সমীকরণ মিলিয়ে পেল-অফে যাওয়ার সুযোগ থাকবে শুভমান গিলদের।
দিল্লি ক্যাপিটালস
১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলদের চারে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। বাকি চার ম্যাচের মধ্যে তিন জয় পেলেই প্লে-অফের টিকিট পাবে লোকেশ রাহুলের দল। তবে বাকি চারটি ম্যাচেই জয় পেলে শীর্ষ দুইয়ে শেষ করার দারুণ সুযোগ থাকবে। এছাড়া দু’টি জিতলে তাকিয়ে থাকতে হবে সমীকরণের দিকে।
পাঞ্জাব কিংস
৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে পাঞ্জাব কিংস। বাকি পাঁচ ম্যাচের মধ্যে চারটি জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে গত আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দলের। এছাড়া আরও ৩ জয় নিয়েও প্লে-অফে ওঠার সুযোগ থাকবে দলটির।
লখনৌ সুপার জায়ান্টস
১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে লখনৌ সুপার জায়ান্টস। প্লে-অফ নিশ্চিত করতে বাকি চার ম্যাচেই জয় পেতে হবে বাকি ঋষভ পন্তদের। তবে তিনটি ম্যাচ জিতলেও সুযোগ থাকবে প্লে-অফে ওঠার।
আরও পড়ুন:
» ইমরান খান-ওয়াসিম আকরাম-সাকিবের রেকর্ডের লিস্টে মিরাজ
» চার বছর পর মিরাজের সেঞ্চুরিতে অভিনন্দন জানালেন তামিম
কলকাতা নাইট রাইডার্স
১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান করছে গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এবার প্লে-অফে উঠতে বাকি চারটি ম্যাচই জিততে হবে আজিঙ্কা রাহানের দলটিকে। তবে তিন জয় পেলে বাকি দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
রাজস্থান রয়্যালস
১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের আটে অবস্থান করছে রাজস্থান রয়্যালস । টেবিলের নিচের দিকে থাকলেও কাগজে-কলমে এখনও প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে দলটির। সেক্ষেত্রে বাকি চার ম্যাচে জয়ের পাশাপাশি অন্যান্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে রিয়ান পরাগদের।
সানরাইজার্স হায়দরাবাদ
৯ ম্যাচে ৬ পয়েন্ট টেবিলের নয়ে থাকা হায়দরাবাদের সমীকরণ অনেকটা রাজস্থানের মতোই। তবে এক ম্যাচ কম খেলেছে তারা। তাই বাকি পাঁচ ম্যাচে জয় পেলে প্লে-অফে ওঠার সুযোগ থাকবে প্যাট কামিন্সদের। তবে চারটিতে জয় পেলে সুযোগ অনেকটাই কমে যাবে।
চেন্নাই সুপার কিংস
৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে অবস্থান করবে চেন্নাই সুপার কিংস। কাগজে-কলমে টুর্নামেন্টে এখনো টিকে থাকলেও প্লে-অফে ওঠার সম্ভাবনা অনেকটা নেই বললেই চলে। তবে বাকি পাঁচ ম্যাচে জিতলে বাকি দলের পয়েন্টের উপর নির্ভর করে সামান্য সুযোগ থাকবে প্লে-অফে যাওয়ার।
ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৫/বিটি
