Connect with us
ক্রিকেট

ভারত বিশ্বকাপ সেমিফাইনাল: কার ম্যাচ কবে-কখন?

ICC ODI world cup 23
ভারত বিশ্বকাপ সেমিফাইনালের সূচি। ছবি- আইসিসি

ভারত-নেদারল্যান্ডস ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হতে যাচ্ছে আজ (রবিবার)। আজকে রাউন্ড রবিন পর্ব শেষ হয়ে গেলে দুদিন পর ফাইনালে যাওয়ার মিশনে সেমিফাইনাল খেলতে নামবে শীর্ষ ৪ দল।

ইতোমধ্যেই ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের সেমিফাইনালে ৪ দল তাদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। দলগুলো হলো, স্বাগতিক ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।

এখন পর্যন্ত গ্রুপ পর্বে খেলা ৮ ম্যাচের সব কটিতে জিতে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে ভারত। আজ ডাচদের হারাতে পারলেই আসরের একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনাল খেলতে নামবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

অপরদিকে ৯ ম্যাচে সমান ৭টি করে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় টেবিলের দুইয়ে স্থান পেয়েছে প্রোটিয়ারা আর অজিরা আছে ৩ নম্বরে। আর ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সেমিতে ওঠা নিউজিল্যান্ডের অবস্থান ৪ নম্বরে।

২০২৩ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেখানে টেবিল টপার ভারতের প্রতিপক্ষ চার নম্বরে থাকা নিউজিল্যান্ড। তার পরের দিন ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে দ্বিতীয় সেমির প্রতিপক্ষ টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

২০২৩ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর আহমেদাবাদে ভারতের সবচেয়ে বড় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

আরও পড়ুন: ভারতের হাতে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্য

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট