Connect with us
ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাবর আজমের দল, ভারতের একাদশে পরিবর্তন

Crifo Toss
হাইভোল্টেজ ম্যাচে টস করছেন রোহিত শর্মা ও বাবর আজম। ছবি-ক্রিকইনফো

বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে হাইভোল্টে ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ভারত-পাকিস্তানের ম্যাচটি। ম্যাচের আগে টস জিতেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টস হেরে আগে ব্যাটিং করবেন বাবর আজমরা।

এর আগে বিশ্বকাপে নিজেদের ভিন্ন দুটি ম্যাচেই জয় পেয়েছে ভারত ও পাকিস্তান। আজ যে জিতবে সে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে। ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী ও জমজমাট ম্যাচে মাঠে নামছে ভারত ও পাকিস্তানের নিজেদের তৃতীয় ম্যাচ এটা।

এই ম্যাচে ভারতীয় একাদলে একটি পরিবর্তন এসেছে। ওপেনার শুভমান গিল ইনজুরি থেকে ফিরে আসায় ডাক পেয়েছেন। ফলে তার জায়গায় আগের ম্যাচে খেলা ইষান কিশান বাদ পড়েছেন। তবে পাকিস্তান একাদশে কোনো পরিবর্তন নেই।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমদে, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, হাসান আলী, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

আরও পড়ুন: ভারতের সঙ্গে যে ইতিহাস বদলাতে চায় পাকিস্তান

ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট