Connect with us
ক্রিকেট

নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানে জিতলো ভারত

Team india (india vs england)
জয়ের পর উচ্ছ্বসিত টিম ইন্ডিয়া। ছবি - গুগল

ইংল্যান্ডের সামনে ছিল বিশাল রানের স্তুপ। লক্ষ্য দেখেই তা পেরনো প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল। ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ঠিক তেমনটাই হয়েছে। ভারতের দেওয়া ৫৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২২ রানেই গুটিয়ে গেছে ইংলিশরা। এর ফলে টেস্টে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের জয় তুলে নিয়েছে ভারত। এই জয়ের পেছনে বড় ভূমিকা পালন করেছেন রবীন্দ্র জাদেজা। মাত্র ৪১ রান খরচ করে তিনি একাই তুলে নিয়েছেন ৫ উইকেট। ৪৩৪ রানের দারুণ এই জয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেছে রোহিত শর্মারা।

রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টে ভারতের দেওয়া পাহাড় সমান রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। স্কোর বোর্ডে ৯১ রান যোগ করতেই ৯ উইকেট হারিয়ে বসে ইংলিশরা। দশম উইকেটে মার্ক উডের করা সর্বোচ্চ ৩৩ রানে ভর করে শতকের ঘর পার করে ইংল্যান্ড।

আজ ৪র্থ দিনে দুই উইকেট হারিয়ে ৩২২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে ভারত। ৪ উইকেট হারিয়ে ৪৩০ রানের ইনিংস ঘোষণা করে রোহিত শর্মারা। ম্যাচে জসস্বি জয়সওয়াল ২১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল-সেঞ্চুরি।

আগে ব্যাট করে প্রথম ইনিংসে রোহিত শর্মা ও রবীন্দ্রা জাদেজার সেঞ্চুরিতে ভর করে ৪৪৫ রান কিরে ভারত। এরপর ইংলিশদের প্রথম ইনিংসের শুরুটা ভাল হলেও শেষটা ছিল মলিন। বেন ডাকেট ১৫৩ রানের পরেও তাদের প্রথম ইনিংস থামে ৩১৯ রানে। ফলে ১২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামে ভারত।

আরও পড়ুন: অবশেষে সেই শিরোপা উঠল সাগরিকাদের হাতে

ক্রিফোস্পোর্টস/১৮ ফেব্রুয়ারি ২৪/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট