Connect with us
ক্রিকেট

২০২৭ বিশ্বকাপে দল কমাতে আইসিসিকে ভারতের চাপ

ছবি- গুগল

নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপের ফাইনাল হেরে কাঁদাছে গোটা ভারত। তবে এর মাঝেই আগামী বিশ্বকাপ নিয়ে কাজ শুরু করেছে তারা।

ইংলিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৭ বিশ্বকাপে দল কমানোর জন্য আইসিসিকে চাপ দিচ্ছে ভারত।

দলের অংশগ্রহণ বৃদ্ধি ও ক্রিকেটকে বিশ্বায়ন করার লক্ষ্যে আইসিসি গভর্নিং বডি ২০২৭ বিশ্বকাপে দল সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১৪ করেছে। এতেই আপত্তি ভারতীয় ব্রডকাস্টারদের।

ভারতের ডিজনি স্টার আইসিসিকে ২ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড দিয়ে আগামী চার বছরের জন্য টিভি স্বত্ব কিনে নিয়েছে।এই স্বত্বের মধ্যে রয়েছে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। তাদের আয়ের একটা বড় অংশ আসবে ইন্ডিয়ার খেলা প্রচার করে। ইন্ডিয়ার খেলা যত বেশি প্রচার করা হবে আয়ও তত বাড়বে।

২০২৭ বিশ্বকাপে দল কমাতে চাওয়ার মূল কারণ হলো, আগামী বিশ্বকাপে দুই গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেললে এক গ্রুপে সাতটি দল থাকবে এবং ম্যাচ থাকবে ছয়টি করে। এতে করে ভারতের ম্যাচও কমে আসবে এবং ভারতের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ারও আশঙ্কা থাকবে।

যদি ভারত গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে তাহলে অনেক বড় আর্থিক ক্ষতির সামনে পড়তে হবে তাদের। ২০০৭ বিশ্বপাকে ভারত গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় যেমন লোকসানে পড়েছিল।

তবে আইসিসি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে ভাতর যতই চাপ দিক তারা কোনোভাবে দল কমানোর সিদ্ধান্ত নিবে না। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে আগামী বছর।

আরও পড়ুন: রোহিত-কোহলিদের ছাড়াই ভারতের নতুন দল ঘোষণা

ক্রিফোস্পোর্স/২১নভেম্বর২৩/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট