Connect with us
ক্রিকেট

বাংলাদেশ সুপার সিক্স নিশ্চিত করলে যারা হবে সম্ভাব্য প্রতিপক্ষ

Ban u19 team 2024
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি- সংগৃহীত

যুব বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই আয়ারল্যান্ডকে পরাজিত করে ঘুরে দাঁড়ায় যুবা টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে সুপার সিক্স নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ।

আজ শুক্রবার ব্লুমফন্টেইনের ম্যাঙ্গাউং ওভাল মাঠে দুপুর ২ টায় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে যুবা টাইগাররা। এই ম্যাচে জিতলে কোন হিসাব-নিকাশ ছাড়াই টুর্নামেন্টে সুপার সিক্সে পৌছে যাবে বাংলাদেশ। তবে অঘটনের শিকার হয়ে হেরে গেলেও নেট রান রেটের মারপ্যাঁচে পরের রাউন্ডে যাওয়ার ক্ষীণ সুযোগ থাকবে যুবা টাইগারদের।

টুর্নামেন্টে মোট ১৬ দল চারটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে লড়ছে সুপার সিক্সে যাওয়ার উদ্দেশ্যে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে দল নিয়ে মোট ১২ দল যাবে সুপার সিক্সে। যেখানে ৬টি করে দলকে দুটি ভিন্ন গ্রুপে ভাগ করা হবে। সুপার সিক্সের খেলা চলবে আগামী ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

নিয়ম অনুযায়ী ‘এ’ গ্রুপের শীর্ষ তিন দল এবং ‘ডি’ গ্রুপের শীর্ষ তিন দল নিয়ে গঠিত হবে সুপার সিক্সের একটি গ্রুপ। অপর দিকে গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ এর সেরা তিনটি করে দল নিয়ে গঠন হবে সুপার সিক্সের অন্য গ্রুপ। পরবর্তীতে দুই গ্রুপের দুটি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল।

গ্রুপ ‘এ’ থেকে ভারত নিশ্চিত করেছে সুপার সিক্সের একটি অবস্থান। তাদের সঙ্গে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্য থেকে দুটি দল যাবে পরবর্তী রাউন্ডে। আজকের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারাতে পারলে এই গ্রুপ থেকে বাংলাদেশও নিশ্চিত করবে সুপার সিক্সে খেলার সুযোগ।

বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ’ তে। সুপার সিক্সে এই গ্রুপের শীর্ষ তিন দলের পাশাপাশি থাকবে ‘ডি’ গ্রুপের সেরা তিন দল। যেখানে বাংলাদেশ সুপার সিক্স নিশ্চিত করলে প্রতিপক্ষ হিসেবে থাকবে ‘ডি’ গ্রুপের শীর্ষ তিন দল। যার মধ্যে সুপার সিক্স নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। তৃতীয় দল হিসেবে আসতে পারে আফগানিস্তান অথবা নেপাল।

বাংলাদেশ সুপার সিক্স নিশ্চিত করলে তাদের সম্ভাব্য সকল প্রতিপক্ষ হবে: ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, (যুক্তরাষ্ট্র অথবা আয়ারল্যান্ড) এবং (নেপাল অথবা আফগানিস্তান)। তবে সুপার সিক্সে সম্ভাব্য প্রতিপক্ষদের বিপক্ষে খেলতে হলে আগে তাকিয়ে থাকতে হবে আজকের যুক্তরাষ্ট্র ম্যাচের দিকে।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: সুপার সিক্স নিশ্চিত করতে আজ মাঠে নামবে বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট