Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে কত টাকা পেল শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস?

SL-NED
শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস। ছবি- সংগৃহীত

ইতোমধ্যে শেষ হয়েছে চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। ফাইনালে যাওয়ার লড়াইয়ে খুব শীঘ্রই মাঠে নামবে সেমিফাইনাল নিশ্চিত করা চারটি দল। তবে বাকী ছয়টি দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও আইসিসি থেকে পাবে অর্থ পুরষ্কার।

গ্রুপ পর্বের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের নিচ থেকে উপরে উঠলে সবার প্রথমে আসবে নেদারল্যান্ডসের নাম। এরপর আসবে শ্রীলঙ্কার নাম। তার তার ঠিক উপরেই রয়েছে বাংলাদেশ। এই তিনটি দলই ম্যাচ জিতেছে দু’টি করে। তবে এর মধ্যে বাংলাদেশ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করলেও শেষ আটের বাইরে থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস।

আইসিসির যেকোন বড় আসরে অংশগ্রহণ করা প্রতিটি দলই নির্ধারিত কিছু অর্থ পুরষ্কার পেয়ে থাকে। ২০২৩ বিশ্বকাপেও অর্থ পুরস্কার নির্ধারিত করেছে আইসিসি। যেখানে গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৪০ হাজার মার্কিন ডলার। আর গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলো পাবে ১ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ শ্রীলংকা এবং নেদারল্যান্ডস এই তিনটি দলই দু’টি করে ম্যাচ জয়ের পাশাপাশি গ্রুপ পর্ব থেকেও বাদ পড়েছে। তাই প্রতিটি দলই ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার পাবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি টাকার সমান।

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ মার্কিন ডলার (৪৩ কোটি ৯৪ লাখ টাকা)। আর রানার্সআপ দল পাবে ২০ লাখ মার্কিন ডলার (২১ কোটি ৯৭ লাখ টাকা)। এছাড়া সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুটি দল আলাদা আলাদা করে পাবে ৮ লাখ মার্কিন ডলার (৮ কোটি ৭৮ লাখ টাকা)।

আরও পড়ুন: বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ, কোহলিসহ আছেন যারা

ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট